বাংলাহান্ট ডেস্ক : সোনা (Gold)! নারীদের অত্যন্ত প্রিয় একটি জিনিস। একটি ছোট্ট সোনার অলঙ্কার সৌন্দর্যকে কয়েকগুণ বৃদ্ধি করতে সক্ষম। এমনকি পুজো-পার্বণ, উৎসব-অনুষ্ঠানকে কেন্দ্র করেও সোনা কেনার বিশেষ রীতি রয়েছে। তবে সোনা শুধু অলঙ্কার নয়, বিপদের রক্ষক হিসেবেও কাজ করে। তাই সকলেই অল্প অল্প করে সোনা কিনে থাকেন।
কিন্তু কি জানেন এক সাথে কত সোনা বাড়িতে রাখা যায়? সেই সীমা পার করলে কি আয়কর দফতর থেকে নোটিশ আসতে পারে? আসলে কেন্দ্রীয় সরকারে তরফ থেকে সোনা (Gold) রাখার নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সীমার বাইরে সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ। এর জন্য আয়কর দফতর থেকে নোটিশ পাঠাতে পারে কিংবা জরিমানা দিতে হতে পারে। তাই এই বিষয়ে আজই জেনে নেওয়া উচিত।
বাড়িতে কত পরিমাণ সোনা (Gold) রাখতে পারবেন:
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর নিয়ম অনুযায়ী, একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনা (Gold) রাখতে পারেন। আর অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম সোনা বা সোনার গহনা নিজের কাছে রাখতে পারেন। আর যদি পুরুষের কথা বলা হয়, সেক্ষেত্রে তারা ১০০ গ্রাম পর্যন্ত সোনা নিজের কাছে রাখতে পারেন।
তবে শুধু সোনাই নয়, সেই সোনা কোথা থেকে কেনা হয়েছে, তার প্রমাণও থাকা চাই। এতে করে আয়কর দফতর যদি কখনও বাড়িতে হানাও দেয়। তাতে কোনো সমস্যা হবে না, এমনকি সেই সোনাও (Gold) বাজেয়াপ্ত করা হবে না।সম্প্রতি সোনা কেনা, সংরক্ষণ এবং ট্যাক্সে সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে কড়াকড়ি আইন করেছে সরকার। তার জন্যই এই ব্যবস্থা।
আরোও পড়ুন : রোগীর পরিবার থেকে ১ টাকা বেশি নিয়েই বিপদ, চাকরি খোয়ালেন হাসপাতালের কর্মী!
এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার (Gold) উপর কি ট্যাক্স দিতে হয়? এই বিষয়ে জেনে রাখা ভালো সেই সোনা যদি বৈধ হয়, আইনি কাগজ থাকে এবং পরিমাণ যদি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে লাগে না। এমনকি এই নিয়ে আয়কর দফতর আপনার উপর কোনো অভিযোগও করতে পারবে না।
শুধু তাই নয়, সোনা কিনলে কিংবা বাড়িতে রাখলেও কোনো কর দিতে হয় না। তবে বিক্রি করার সময় ট্যাক্স দিতে হয়। কোনো সোনা (Gold) কেনার ৩ বছর কিংবা তার বেশি সময় পর যদি বিক্রি করেন। সেক্ষেত্রে তাকে ২০ শতাংশ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। তাহলে জেনে নিলেন, আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী কত সোনা বাড়িতে রাখা যায়।