সূর্যমুখীর গল্প শুনবে গোটা বিশ্ব! নেট পাড়া কাঁপিয়ে এবার অস্কারে এন্ট্রি নিতে চলেছে দীপক-ফুল

বাংলাহান্ট ডেস্ক : অস্কারে (Oscar) এন্ট্রি নেওয়ার সম্ভাবনা রয়েছে ‘লাপতা লেডিজ’ (Laapataaa Ladies) এর। চলতি বছরের অন্যতম সেরা ছবি ‘লাপতা লেডিজ’। অন্তত দর্শকদের মতামত তেমনটাই বলেছে। গত মার্চ মাসে মুক্তি পেয়েছিল লাপতা লেডিজ। কিরণ রাও পরিচালিত ছবিটি দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে নেট মাধ্যমে দীর্ঘদিন চর্চা হয়েছিল ছবিটি নিয়ে। দীপক, ফুল আর জয়া দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন ওই ছবিটির পর থেকে। এবার শোনা যাচ্ছে, অস্কারে (Oscar) যেতে পারে লাপতা লেডিজ।

অস্কারে (Oscar) যাচ্ছে লাপতা লেডিজ

প্রতি বছর অস্কারে (Oscar) ভারতের তরফে কোন ছবি পাঠানো হবে তা নিয়ে ব্যাপক চর্চা চলে। তবে বিগত কয়েক বছর ধরে এক্ষেত্রে বলিউডকে টেক্কা দিয়ে যাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এবার গুঞ্জন বলছে, আগামী বছর অস্কারে (Oscar) ভারতের হয়ে এন্ট্রি নিতে পারে লাপতা লেডিজ। বিষয়টা এখনো জল্পনার স্তরে রয়েছে যদিও। পরিচালক কিরণের কী মত এক্ষেত্রে?

আরো পড়ুন : এই দুই নায়িকাই অনুপ্রেরণা, মাত্র ৩১-এই সাফল্যের রহস্য ফাঁস করলেন আলিয়া

কী বলছেন কিরণ রাও

কিরণ রাও বলেন, লাপতা লেডিজ যদি অস্কারে (Oscar) যায় তবে তাঁর স্বপ্ন পূরণ হবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তিনি নিশ্চিত যে অস্কারের (Oscar) জন্য সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। তবে তিনি আশাবাদী। অতীব সাধারণ অথচ শিক্ষণীয় ভাবে নারী ক্ষমতায়নের গল্প বলেছে লাপতা লেডিজ। হাস্যরসের মধ্যে দিয়ে জীবনের অনেক বড় শিক্ষা দিয়েছে এই ছবি। যে কারণে সমস্ত বয়সের দর্শকরা সাদরে গ্রহণ করেছে লাপতা লেডিজকে।

আরো পড়ুন : বিয়ে ঠিক হলেও অন্য নায়িকার বেডরুমে নৈশ অভিসার! হাতেনাতে ধরা পড়েন সলমন

ভূয়সী প্রশংসা পেয়েছে লাপতা লেডিজ

গত মাসে সুপ্রিম কোর্টেও লাপতা লেডিজ এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। এ প্রসঙ্গে কিরণ বলেন, দেশের সর্বোচ্চ আদালতে তাঁর ছবির প্রদর্শনী এবং নারী পুরুষের সমানাধিকার নিয়ে আলোচনায় তিনি গর্বিত। প্রধান বিচারপতির দূরদর্শিতাও তাঁকে মুগ্ধ করেছে বলে জানান কিরণ।

Oscar

প্রসঙ্গত, লাপতা লেডিজ ছবিতে অভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল, প্রতিভা রান্তা, রবি কিষণ, ছায়া কদম এর মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে যুক্ত প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরাই প্রশংসিত হয়েছেন তাঁদের অভিনয় দক্ষতার জন্য। যদি ছবিটি অস্কারে (Oscar) যায় তা নিঃসন্দেহে বড় খবর হবে বলিউডের দর্শকদের জন্য।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর