RG Kar-এর সঙ্গে গভীর যোগসূত্র প্রসেনজিতের! এই ঘটনার আগে কেউ জানতোই না

বাংলাহান্ট ডেস্ক : ‘ইন্ডাস্ট্রি’ উপাধিতে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। টলিউডের অভিভাবক সম তিনি। দীর্ঘ অভিনয় কেরিয়ারে যতগুলি ছবিতে অভিনয় করেছেন তিনি, তার থেকে ঢের বেশি অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ। সব বয়সের দর্শকদের মধ্যেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে সকলেই তো চেনেন অভিনেতা প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee)। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কেও আগ্রহ কম নেই মানুষের। জানেন কি, আরজিকর এর সঙ্গে এক গভীর যোগসূত্র রয়েছে বুম্বা দার?

কী যোগসূত্র প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) আর আরজিকর এর

বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নাম ঘুরছে সকলের মুখে মুখে। এই হাসপাতালে ঘটে যাওয়া চরম নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব গোটা বাংলা। আর এই আরজিকর হাসপাতালের সঙ্গেই যোগ রয়েছে প্রসেনজিতের (Prosenjit Chatterjee)। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন অভিনেতার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। কী যোগসূত্র রয়েছে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এবং আরজিকর এর?

আরো পড়ুন : রাজনীতি-আরজিকর এর মিলিত কোপ, রচনার থেকে মুখ ফেরাল দর্শক, দিদি নাম্বার ওয়ান এর কী হবে?

ফাঁস করলেন বিশ্বজিৎ

সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) বাবা বিশ্বজিৎ জানিয়েছেন, বুম্বা দার জন্মও আরজিকর হাসপাতালে। সে সময়ে ‘অগ্নিবন্যা’ নামে একটি ছবির শুটিং করেছিলেন তিনি। ক্যালকাটা মুভিস্টোন স্টুডিওতে চলছিল শুটিং। অন্যদিকে তাঁর স্ত্রী ভর্তি ছিলেন আরজিকরে। শুটের মাঝেই বিশ্বজিতের এক কাছের বন্ধু তাঁকে ফোন করে প্রসেনজিতের (Prosenjit Chatterjee) জন্মের সুখবর দেন। বিশ্বজিৎ বলেন, ওই দিনটি আজো তাঁর স্মৃতিতে রয়েছে। তাই আরজিকরের সাম্প্রতিক ঘটনায় বারবার প্রসেনজিতের (Prosenjit Chatterjee) জন্মের দিনের স্মৃতিই তাঁর মনে আসছে।

আরো পড়ুন : একসঙ্গে বহু সুপারহিট গান, এবার বন্ধুত্ব ভেঙে খান খান! এই সামান্য কারণেই বিবাদ শ্রেয়া-সোনুর

প্রতিবাদে সরব হন প্রসেনজিৎ

আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল প্রসেনজিৎকেও (Prosenjit Chatterjee)। মিছিলেও পা মিলিয়েছিলেন তিনি। নিজের জন্ম যে হাসপাতালে সেখানেই এমন ঘটনা ঘটে যাওয়ায় তা তাঁকেও বিচলিত করেছে। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে তিনিও প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন।

Prosenjit Chatterjee

প্রসঙ্গত, বিশ্বজিতের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় প্রসেনজিৎ ছোট থাকতেই। মুম্বই চলে যান বিশ্বজিৎ। বর্তমানে মুম্বইতেই থাকেন প্রবীণ অভিনেতা। তবে প্রসেনজিতের সঙ্গে তাঁর সম্পর্ক এখন বেশ ভালো।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর