গঙ্গারামপুরে ডাক্তারদের প্রতীকী মৌন মিছিল

 

দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে শুক্রবার সন্ধ্যায় ডাক্তারদের প্রতীকী মৌন মিছিল শহর পরিক্রমা করলো। এদিনের ডাক্তারদের মৌন মিছিলে সামিল হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ,রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও তপন হাসপাতালের শতাধিক সরকারি হাসপাতালের চিকিৎসক।ডাক্তারেরা প্ল্যাকার্ড হাতে রাজ্য জুড়ে চিকিৎসকদের উপর হামলা বন্ধ করতে ডাক্তার থেকে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে মিছিল করেন।

 

মিছিল শুরু হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি থেকে গঙ্গারামপুর শহর পরিক্রমা করার পর আবার গঙ্গারাপুর হাসপাতালে শেষ হয়। শতাধিক ডাক্তারদের দাবি সুস্থ পরিবেশে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে না হলে ডাক্তারদের আন্দোলন চলতেই থাকবে।

7ff2d img 20190615 wa0011
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার অভিজিৎ ভৌমিক বলেন এনআরএস হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের হামলার ঘটনায় আমরা তাদের পাশে থেকে আজ মৌন মিছিল সংগঠিত করি গঙ্গারামপুর শহরে। ডাক্তারদের নিরাপত্তার দাবি ও সাধারণ মানুষের সু চিকিৎসার জন্য আমাদের এই আন্দোলন।

সম্পর্কিত খবর