বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে যাবে। দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, পরপর রয়েছে সব। এর মাঝেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় সুখবর। এই উৎসবের মরসুমের মাঝেই অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা টাকা।
মালামাল হবেন এই সরকারি কর্মীরা (Government Employees)!
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে বড় সুখবর দেওয়া হতে পারে। লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীর অ্যাকাউন্টে মোটা টাকা বোনাস ঢুকতে পারে। সম্প্রতি রাজধানী দিল্লিতে রেলওয়ে কর্মচারীদের একটি দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন। সেখানেই বোনাস নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।
- অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২৮,২০৮ টাকা?
জানা যাচ্ছে, এই আলোচনায় বোনাসের হিসেব ষষ্ট বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ মেনে করার কথা বলা হয়েছে। ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব সর্বজিৎ সিং এক চিঠিতে দাবি করেছেন, প্রত্যেক মাসের নূন্যতম মাইনে অনুযায়ীই গণনা করতে হয়, যা কিনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ।
আরও পড়ুনঃ ‘বাঘ’ আসছেন! অনুব্রত বোলপুরে পা রাখার আগেই যা করছে TMC কর্মীরা… শুনলে থ হবেন
রেলের কর্মচারী মহাসংঘের সূত্র থেকে জানা যাচ্ছে, সপ্তম বেতম কমিশনের অধীন রেলওয়ে কর্মীদের (Railway Employees) নূন্যতম বেতন হল ১৮,০০০ টাকা। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই মাইনে পাচ্ছেন তাঁরা। তাই সেদিক থেকে দেখলে বোনাস দেওয়ার ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানাটা আদতে কর্মীদের সঙ্গে অন্যায় বলে দাবি করছেন অনেকে।
ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের তরফ থেকে জানানো হয়েছে, করোনা অতিমারীর সময়েও রেলের কর্মীরা (Government Employees) সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন। ওই ত্রৈমাসিকের রিপোর্টই বলছে, তাঁদের দুর্দান্ত কাজই আয় বেশ কয়েকগুণ বাড়িয়েছিল। এই বিষয়ে মহাসংঘ বিশেষভাবে জোর দিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন মহাসচিব।
এমতাবস্থায় সরকারি দিশা নির্দেশের অধীন রেলের কর্মচারীদের ৭৮ দিনের মাইনের সমান বোনাস পাওয়া উচিত। সেই হিসেবে ৭০০০ মাসিক নূন্যতম বেতনের অধীন ১৭,৯৫১ টাকা হচ্ছে। যা কিনা কোনও রেল কর্মীর বাস্তব বেতনকে প্রতিফলিত করে না। বর্তমানে রেলের কর্মীদের (Government Employees) নূন্যতম বেতন ১৮,০০০ টাকা। এদিকে কিনা ৭৮ দিনের বেতন দাঁড়াচ্ছে ১৭,৯৫১ টাকা। যা এক মাসের মাইনের থেকেও কম।
সেক্ষেত্রে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব নিজের চিঠিতে জানিয়েছেন, বর্তমানে রেলের কর্মীদের নূন্যতম বেতন ১৮,০০০ টাকা। সেই হিসেবে ৭৮ দিনের বোনাস দাঁড়াচ্ছে ৪৬,১৫৯ টাকা। এক্ষেত্রে সরকারি যদি এই দাবি মেনে নেয়, তাহলে ২৮,২০৮ টাকা অতিরিক্ত পাবেন রেল কর্মীরা। শেষ অবধি কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।