বাংলাহান্ট ডেস্ক : ‘Women…!’ এই শব্দটিকে কেন্দ্র করে একটি অ্যানিমেটেড কার্টুন বেশ ভাইরাল হয়েছিল সমাজমধ্যমে। এই অ্যানিমেটেড চরিত্রের মাধ্যমে বলা যেতে পারে এক প্রকার মহিলাদের নিয়ে নেতিবাচক মানষিকতার পরিচয়ই হয়ত দিয়েছিলেন স্রষ্টা। শুধু কার্টুন নয়, সমাজের প্রতিটা স্তরে আজও মহিলা নামক জাতিটিকে ছোট করতে ছাড়ে না পুরুষ ‘ শাসিত ‘ সমাজ।
আরোও পড়ুন : লাটে উঠছে জনপ্রিয় চ্যানেল, বন্ধ হতে বসেছে একগুচ্ছ প্রিয় সিরিয়াল? মাথায় হাত দর্শকদের
তবে যুগ যুগ ধরে নারী শক্তি হাজার বাধা-বিপদকে জয় করেই এগিয়ে গিয়েছে নিজের লক্ষ্যে। ভারতীয় রেলেও মহিলাদের সাফল্য অনেকের কাছেই দৃষ্টান্ত। সাধারণত রেলওয়েতে মহিলা কর্মচারীর থেকে পুরুষ কর্মচারীদের আধিপত্য বেশি চোখে পড়ে। তবে জানেন আমাদের দেশে বর্তমানে এমন বেশকিছু স্টেশন রয়েছে যেগুলি সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত?
আরোও পড়ুন : আগামীকাল বাড়বে বৃষ্টি! সোমে কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম আপডেট জানুন
আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভারতীয় রেল (Indian Railways) এমন কিছু স্টেশনের (Railway Station) নাম প্রকাশ করেছে। স্টেশন মাস্টারের কাজ সামলানো থেকে শুরু করে স্টেশনে ভারী মালপত্র বয়ে নিয়ে যাওয়া, সর্বক্ষেত্রেই জয়জয়কার নারী শক্তির। ফলে ইতিমধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছে সেই স্টেশনগুলো (Railway Station)।
ভারতের মহিলা পরিচালিত রেল স্টেশন (Railway Station):
রেলের তথ্য অনুযায়ী, গান্ধী নগর স্টেশন ২০০৮ সাল থেকে সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। এটিই ভারতীয় রেলের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন। প্রতিদিন প্রায় ৭০০০ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। যে ৫০টি দূরপাল্লার ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যায় তারমধ্যে ২৫টি ট্রেন স্টপেজ দেয় গান্ধী নগর স্টেশনে।
এই স্টেশনের (Railway Station) মাস্টার থেকে টিকিট কালেক্টর, রিজার্ভেশন ক্লার্ক থেকে আরপিএফ, সবাই মহিলা। রেল জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি স্টেশনটিও সম্পূর্ণ ভাবে মহিলাদের (Women) দ্বারা পরিচালিত। কানপুরের কাছে প্রয়াগরাজ ডিভিশনের গোবিন্দপুরি স্টেশনটির সমস্ত কর্মী মহিলা।
GandhiNagar Jaipur #Rajasthan becomes country’s first all #Women non suburban railway Station. Operation, commercial, RPF and other activities are done 24X7 by women staffs.
Government of Rajasthan has also supported by posting GRP and lady traffic police officials at this Stn. pic.twitter.com/oS0KwfheyW— Ministry of Railways (@RailMinIndia) February 19, 2018
জব্বলপুর ডিভিশনের মদন মহল স্টেশনের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন মহিলারা। এছাড়াও মুম্বই সেন্ট্রালের মাতুঙ্গা রেল স্টেশন, মহারাষ্ট্রের নাগপুর ডিভিশনের আজনি রেলস্টেশন, লখনউয়ের বাদশানগর রেল স্টেশন, বিদ্যানগর, চন্দ্রগিরি, বেগমপেট, রামবড়পদু, কাটিহার ভিডিশনের শিলিগুড়ি টাউন স্টেশনটি সম্পূর্ণ ভাবে মহিলা পরিচালিত।