মেয়েদের মদ্যপানে আপত্তি নেই, তবে… মন্ত্রীর মন্তব্যের পালটা জবাব মমতা শঙ্করের

বাংলাহান্ট ডেস্ক : মেয়েদের মদ্যপান নিয়ে রাজ্যের মন্ত্রীর নীতি পুলিশি নিয়ে এবার সরব অভিনেত্রী তথা প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। মেয়েরা রাত দখলের নামে রাস্তায় বসে, হোটেলে গিয়ে মদ্যপান করছেন। এমন অভিযোগ তুলে কটাক্ষ শানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এবার তার উত্তর দিলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। পালটা তুললেন প্রশ্ন।

প্রশ্ন তুললেন মমতা শঙ্কর (Mamata Shankar)

সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এ বিষয়ে লিখতে গিয়ে মমতা শঙ্কর (Mamata Shankar) উল্লেখ করেন, চারপাশে যা ঘটছে তাতে তিনি বিরক্ত। এমন কিছু কথা তাঁর কানে আসছে যাতে কখনো রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। এরপরেই মমতা শঙ্কর (Mamata Shankar) লেখেন, রাজ্যের মন্ত্রী মেয়েদের মদ্যপানের বিরোধিতা করেছেন বলে শুনেছেন তিনি। তিনি দাবি করেছেন, রাত দখলের কর্মসূচিতে গিয়ে মেয়েরা রাস্তায় বসে মদ্যপান করছেন। নিজের বিধানসভা এলাকাতেও নাকি মেয়েদের মদ পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। কিন্তু প্রবীণ অভিনেত্রীর প্রশ্ন, এতে কি মেয়েদের মদ্যপান আটকানো যাবে? নিষিদ্ধ জিনিসেই যে আগ্রহ বেশি থাকে। তাছাড়া আরো একটি প্রশ্ন তুলেছেন মমতা শঙ্কর (Mamata Shankar)। মদ্যপান বন্ধ করলেই কি নারী সুরক্ষার উন্নতি হবে?

আরো পড়ুন : জমে যাবে শীতের সন্ধ্যা, ভারত কাঁপাবেন আন্তর্জাতিক শিল্পীরা, কবে, কোথায় কনসার্ট?

উচিত পরামর্শ অভিনেত্রীর

মমতা শঙ্কর (Mamata Shankar) লিখেছেন, ইসলামিক দেশে ফতোয়া জারি করেও এসব বন্ধ করা যায়নি। তাহলে এখানে কীভাবে সম্ভব? তবে কি তিনিও মেয়েদের মদ্যপানের বিরোধী? প্রবীণ অভিনেত্রী স্পষ্ট লেখেন, তিনি এটা মানেন না যে মেয়েরা মদ্যপান করবে না। তবে তিনি এটাও মানেন না যে স্বাধীনতার অর্থ মদ্যপান। নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় বসে মদ্যপান করা অশোভনীয়। শালীনতা এবং স্বাধীনতার সংজ্ঞা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এক হওয়া উচিত বলে মত মমতা শঙ্করের (Mamata Shankar)।

আরো পড়ুন : মর্মান্তিক! সাত বছর ধরে চেষ্টার পর গর্ভেই নষ্ট রানির সন্তান

আগেও হয়েছে বিতর্ক

উল্লেখ্য, মাস কয়েক আগে মেয়েদের শাড়ি পরা এবং আঁচল নেওয়ার ধরণ নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। তিনি বলেছিলেন, আজকাল শাড়ি পরেও আঁচল ঠিক না রাখার বিষয়টি তিনি বুঝে উঠতে পারেন না। আগে যাঁদের ‘রাস্তার মেয়ে’ বলা হত, যাঁরা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ান তাঁরা এমন ভাবে দাঁড়াতেন। তবে যৌনকর্মীরা পেশার তাগিদে এমন করে থাকেন পুরুষদের আকৃষ্ট করার জন্য। তাঁদেরও তিনি শ্রদ্ধা করেন বলে মন্তব্য করেছিলেন মমতা শঙ্কর। কিন্তু তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল।

Mamata Shankar

টলিউডের একাধিক অভিনেত্রীরা বিরোধিতা করেছিলেন মমতা শঙ্করের। আবার কয়েকজন তাঁর পাশেও দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে মমতা শঙ্কর নিজেও বলেছিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর