‘ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না’ : বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্ক: রাজ্য সরকার জারি করতে চায় না এসমা। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবেই বর্তমান অবস্থার সমাধান চান। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘সরকার এই সমস্যার সমাধান সুষ্ঠুভাবেই করতে চায়। আইন রয়েছে। কিন্তু কেরিয়ার নষ্ট করতে চাই না কারোর।’

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন,”এসমা জারি করতে চাই না। গুজরাটে ১৫০ জন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছিল নরেন্দ্র মোদীর জমানায়। আমি চাই, শান্তিপূর্ণ সমাধান হোক। ওদের সব দাবি পূরণ করেছি”। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে চিকিৎসকদের আন্দোলন দমনে এসমা প্রয়োগের কথাও তুলে ধরেন মমতা।

6db8d mamata banerjee4ESMA বা Essential Services Maintenance আইন অনুযায়ী জরুরি পরিষেবা জারি রাখতে সরকার ব্যবস্থা নিতে পারে চিকিৎসকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার SSKM এ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন যে এবার এসমা চালু করার পথেই হাঁটবেন তিনি। কিন্তু জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যান সেই হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে। বর্তমানে সেই আন্দোলনের যদিও একটু বেগ হ্রাস হয়েছে।

সম্পর্কিত খবর