গর্বে বুক ফেটে যাবে! বিশ্বের মধ্যে টপ র‍্যাংকে ভারতের স্কুল! তালিকায় কত নম্বরে?

বাংলা হান্ট ডেস্ক : বাবা মায়েরা স্কুলে পাঠান ছেলে মেয়েদের মানুষ করার জন্য। প্রাথমিক শিক্ষার হাতে খড়ি ঘর থেকে হলেও, এরপর আসল শিক্ষা শুরু হয় স্কুল থেকে। একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য, বড় স্কুলে পড়ানোর জন্য বাবা মায়েরা লাখ লাখ টাকা খরচা করতে প্রস্তুত। আবার কেউ কেউ সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য বাইরে পাঠিয়ে দেন। কিন্তু আমাদের ভারতেই রয়েছে শীর্ষস্থানীয় স্কুল (Indian School)। বিশ্বের মধ্যে স্থান দখল করেছে এই স্কুলগুলি।

বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে ভারতের স্কুল (Indian School):

ভারত শুধু অর্থনীতি নয়, প্রযুক্তির দিক থেকেও নিজেদের ক্রমাগত উন্নয়ন চালিয়ে যাচ্ছেন। তবে শুধু এগুলিই নয়, একই ধারে শিক্ষা ব্যবস্থাতেও চলছে কোমর বেঁধে উন্নয়ন। বাচ্চারা যাতে সুষ্ঠভাবে পড়াশুনা করতে পারে তার জন্য গড়ে উঠেছে একের পর এক স্কুল। আর আজ ভারতের স্কুলই (Indian School) বিশ্বের সেরা স্কুল হয়ে উঠেছে।

জানা গিয়েছে সদ্যই বিশ্বের ১০টি বিদ্যালয়কে” ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ” দেওয়া হয়েছে। প্রাইজ হিসেবে প্রতিটি স্কুলকে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। গত বছর জুন মাসে এই প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাজ্যের টি৪ এডুকেশন। প্রতিবছর সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বজুড়ে স্কুলগুলিকে সম্মান জানাতে যুক্তরাজ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারও তাই করা হয় সেখানে অংশগ্রহণ করে মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর স্কুলগুলি।

আরও পড়ুন : এখনও নিঃশব্দে কাজ করছে চন্দ্রযান-৩! চাঁদের বুকে বিরাট কারনামা করে দেখাল প্রজ্ঞান

তবে শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় ফাইনাল অবধি টিকে গেছে ভারতের দুটি স্কুল (Indian School)। বিশ্বের সেরা স্কুলের প্রাইজ পেতে পারে দিল্লির বসন্ত কুঞ্জের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং মধ্যপ্রদেশের সিএম রাইজ স্কুল ভিনোবা, রতলাম। এর মধ্যে রায়ান ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে কিন্টারগার্টেন স্কুল। আর সিএম রাইজ স্কুল ভিনোবা, রতলাম হচ্ছে সরকারি স্কুল।

Indian School

জানা যাচ্ছে মধ্যপ্রদেশের এই স্কুল তফসিলি উপজাতির শিশুদের উন্নত, শিক্ষিত করতে পুষ্টি, স্বাস্থ্য বিভিন্ন সুবিধা এনেছেন তারা। আর আজ পড়ুয়াদের এই স্কুলই “ওয়ার্ল্ড বেস্ট স্কুল” প্রাইজের সেরা ১০-এ জায়গা করে নিয়েছে। আর রায়ান স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। জলের অভাব এবং দূষণ মোকাবেলায় হাইড্রোপনিক্স এবং বায়োগ্যাস প্ল্যান্টের মতো উদ্ভাবনী প্রকল্প তৈরি করে এই স্কুল। ভারতের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর