এটিই দেশের সবচেয়ে Richest City! অর্থনীতির বিচারে বাংলা কোথায় জানেন?

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন পৃথিবীর অন্যতম দরিদ্র দেশের তালিকায় উপরের সারিতে নাম ছিল ভারতের (India)। তবে স্বাধীনতা পরবর্তী যুগে একের পর এক সংস্কারের মাধ্যমে বর্তমানে ভারতের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহত্তম। প্রধানমন্ত্রী বার বার বলেন, খুব শীঘ্রই ভারত হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

দেশের (India) সবথেকে ধনী রাজ্য

তবে ভারতের মধ্যেকার বিভিন্ন রাজ্যের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভিন্ন। যদি আপনাকে ভারতের সবথেকে ধনী ও সব থেকে দরিদ্র রাজ্যের নাম জিজ্ঞেস করা হয় তাহলে কি উত্তর দিতে পারবেন? এই প্রশ্ন করা হলে আপনাদের মনে বিভিন্ন রাজ্যের নাম উঠে আসতে পারে। এবার আপনাদের মনে আসতেই পারে পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কোথায়?

mumbai skyline from malabar hill mumbai maharashtra india asia 547416209 58b9cb8b5f9b58af5ca70b8e

তবে সম্প্রতি অর্থ উপদেষ্টা কমিটি যে রিপোর্ট প্রধানমন্ত্রীকে দিয়েছে তাতে দেখা যাচ্ছে, আর্থিক বিকাশে বেশ কিছুটা এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। এই রিপোর্টে দেখানো হয়েছে, ভারতের (India) মোট জিডিপির ৩০ শতাংশ দখল করে রয়েছে দক্ষিণের ৫ রাজ্য কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ু।

আরোও পড়ুন : গর্বে বুক ফেটে যাবে! বিশ্বের মধ্যে টপ র‍্যাংকে ভারতের স্কুল! তালিকায় কত নম্বরে?

আপনাদের জানিয়ে রাখি, দেশের জিডিপিতে ৫.৬% অবদান রেখেছে পশ্চিমবঙ্গ। ভারতের (India) জিডিপিতে (GDP) সব থেকে বেশি অবদান রাখতে পেরেছে মহারাষ্ট্র। ভারতের মোট জিডিপির ১৩.৩% শতাংশ মহারাষ্ট্রের। একটা সময় দেশের মোট জিডিপির ১৫ শতাংশ ছিল মহারাষ্ট্রের। তবে সেই অবদান কিছুটা হলেও কমেছে।

Bengal's GDP growth record, in 2020-21

গোটা দেশের মধ্যে মাথাপিছু আয় সবথেকে বেশি মহারাষ্ট্রে। দেশের গড় আয়ের তুলনায় মহারাষ্ট্রের আয় ১৫০.৭ শতাংশ। তাই এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী রাজ্য মহারাষ্ট্র। গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গ (West Bengal) বেশ খানিকটা পিছিয়ে রয়েছে মাথাপিছু আয়ের ক্ষেত্রে। ভারতের গড় আয়ের ৮৩.৭ শতাংশ পশ্চিমবঙ্গের জনতার মাথাপিছু আয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর