বাংলাহান্ট ডেস্ক : গোটা বাংলা (West Bengal) জুড়ে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। আর কিছুদিন পরই আসছেন মা। অবসান ঘটবে গোটা বছরের অপেক্ষার। আট থেকে আশি, ধর্ম-বর্ণ ভুলে বাঙালি মেতে উঠবে শারদোৎসবে। এই আবহেই বাংলার শিল্প ক্ষেত্রের জন্য শোনা যাচ্ছে বড় সম্ভাবনার কথা। কলকাতা ভিত্তিক কোম্পানি এলেনবারি গ্যাসেস ও জিন্দাল ইন্ডিয়া লিমিটেড বিনিয়োগের আশ্বাস দিয়েছে।
পুজোর মুখেই কপাল খুলবে বাংলার (West Bengal)
জানা যাচ্ছে, আগামী দু বছরে বাংলায় (West Bengal) ১৭০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে। ভারতের অন্যতম পুরনো গ্যাস সংস্থা এলেনবারি (Ellenbarrie industrial Gases)। মূলত কলকাতা কেন্দ্রিক সংস্থা ২০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা জানিয়েছে। নিজেদের উৎপাদন ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এলেনবারি গ্যাসেসও। শারদ উৎসবের আগে এটি নিঃসন্দেহে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে বড় সুখবর।
আরোও পড়ুন : পুজোর আগেই ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের DA বাড়াচ্ছে সরকার! এবার কত শতাংশ?
সংস্থা জানিয়েছে, তারা তাদের উলুবেরিয়া ইউনিটকে সম্প্রসারিত করতে চলেছে। নির্মাণ করা হবে ২২০ টন পার ডে ইউনিটকে। আগের থেকে আরও সম্প্রসারিত ও মজবুত করা হবে এয়ার সেপারেশন ইউনিটকে। এই ইউনিট নির্মাণের জন্য ১৯০ কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হবে জমির। এই জমি মূলত ইজারার ভিক্তিতে নেওয়া হবে। নিজের ইউনিট ও উৎপাদন ক্ষমতার বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানিয়েছে জিন্দাল গোষ্ঠীও (Jindal (India) Limited)।
এই সংস্থা চাইছে বর্তমান উৎপাদনের থেকে আরও ৬০ শতাংশ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে। প্রতি বছর ১ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সম্প্রসারিত করা হবে হাওড়ার রানিহাটিতে ইউনিট। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে কোটেড ফ্ল্যাট প্রোডাক্টে। এছাড়াও গুরুত্ব দেওয়া হবে সোলার ও হোম অ্যাপলিয়ান্সের উপরেও।