ছোট থেকে অভাবে মানুষ, ভেঙেছে বিয়েও, আজ তিনিই দেশের টপ অভিনেত্রী! নামটা বুঝতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের (Actress) জীবন মানেই গ্ল্যামার, চাকচিক্যের ছড়াছড়ি। সর্বক্ষণ লাইমলাইটে, ক্যামেরার ঝলকানির মাঝে থাকতে গেলে দম লাগে বইকি। তেমনি থাকে মানিয়ে নেওয়ার মতো ব্যাপারও। আসলে সকলেই তো আর ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেন না। এমন অনেক অভিনেত্রীই (Actress) রয়েছেন যাঁরা দরিদ্র বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ইন্ডাস্ট্রিতে সগৌরবে জায়গা করে নিয়েছেন। এমনি একজন অভিনেত্রীর (Actress) সাফল্যের কাহিনি রইল এখানে।

ছোট থেকেই অভাবে মানুষ হয়েছেন অভিনেত্রী (Actress)

অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে তিনি। দুবেলা ঠিক মতো পেট ভরে খাবার পর্যন্ত পেতেন না একসময়। অভাবের সংসারে উচ্চশিক্ষার স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছিল। কিন্তু সেই মেয়েই যে পরে ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী (Actress) হয়ে উঠবেন তা কেউ ভাবতেও পারেননি। অপরূপ সৌন্দর্য আর তুখোড় অভিনয় দক্ষতা দিয়ে অসংখ্য মানুষের হৃদয়ের রানী হয়ে উঠেছেন তিনি। কে সেই অভিনেত্রী (Actress)?

আরো পড়ুন : জোড়া মেগার সাঁড়াশি আক্রমণ, গল্প জমে ওঠার আগেই দাঁড়ি পড়ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে

বর্তমানে দেশের টপ নায়িকা সামান্থা

তিনি সামান্থা রুথ প্রভু। দক্ষিণী ফিল্ম জগতের অত্যন্ত জনপ্রিয় নাম সামান্থা। অনেকদিন ধরেই অভিনয় করছেন তিনি। তবে সাম্প্রতিক ‘পুষ্পা’ ছবিতে তাঁর ‘উ আন্টাভা’ আইটেম সং এর পর থেকেই খ্যাতি আকাশ ছুঁয়েছে সামান্থার। দক্ষিণী ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে বলিউডেও পা রেখেছেন তিনি। দ্রুত সাফল্যের সিঁড়িতে চড়ছেন সামান্থা। এমনকি বর্তমানে দেশের মধ্যে সবথেকে বেশি উপার্জনকারী অভিনেত্রীও (Actress) সামান্থাই।

আরো পড়ুন : বলিউডের সুসময় শেষ, ‘দেবরা’ নিয়ে ফিরছেন Jr NTR, নায়িকা-ভিলেনে জব্বর চমক!

পড়াশোনায় ভালো ছিলেন অভিনেত্রী

অথচ ছোট থেকে অভাব দেখেই বড় হয়েছেন সামান্থা। অভিনেত্রী (Actress) নিজেই জানিয়েছিলেন, এমন অনেক দিন গিয়েছে যখন দুবেলা পেট ভরে খাবার টাকা ছিল না তাঁর কাছে। বেঁচে থাকার জন্য অনেক অদ্ভূত কাজ করেছেন। পড়াশোনায় ভালো ছিলেন সামান্থা। দশম এবং দ্বাদশ শ্রেণির পর স্নাতক স্তরেও ভালো নম্বর নিয়ে পাশ করেছিলেন। কিন্তু অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ হয়নি।

Actress

সামান্থার দেশব্যাপী পরিচিতি ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর হাত ধরে। জনপ্রিয়তা আরো বাড়ায় পুষ্পার আইটেম সং। তবে পেশাগত সাফল্য একদিকে যেমন পেয়েছেন সামান্থা, অন্যদিকে ভেঙে খানখান হয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। নাগা চৈতন্যর সঙ্গে বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। ফের বিয়ে করেছেন প্রাক্তন স্বামী। শোনা যাচ্ছে, সামান্থাও নাকি প্রেমে পড়েছেন। পরিচালক রাজ নিদিমুরুর সঙ্গে নাকি নতুন সম্পর্ক তৈরি করেছেন অভিনেত্রী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর