টিআরপি বাড়াতে মোক্ষম চাল, কৌশিকীকে বাঁচাতে গিয়ে গর্ভের সন্তানকে বলি দেবে জগদ্ধাত্রী!

বাংলাহান্ট ডেস্ক : দু বছর পূর্ণ হওয়ার পরেও সাফল্য ধরে রেখেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। বর্তমানে এটিই জি বাংলা চ্যানেলের সবথেকে পুরনো ধারাবাহিক। একসময় একটানা বাংলা সেরার তকমা ধরে রাখত সিরিয়ালটি। এখন অবশ্য ফিকে হয়েছে জৌলুস। প্রথম পাঁচ থেকেও ছিটকে গিয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। তবে অনেক নতুন নতুন সিরিয়ালকে টেক্কা দিয়ে সেরা দলের তালিকায় জায়গা ধরে রেখেছে সিরিয়ালটি।

কী চলছে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে

আগের থেকে টিআরপি বেশ খানিকটা কমলেও দর্শকদের আগ্রহ এখনো ধরে রেখেছে জগদ্ধাত্রী (Jagadhatri)। বর্তমানে মালা এবং উৎসবের বিয়ের ট্র্যাক চলছে সিরিয়ালে। কাকলি দেবী আর মালার পর্দা ফাঁস করে বোন মেহেন্দির সংসার ধরে রাখতে বদ্ধপরিকর জগদ্ধাত্রী (Jagadhatri)। তার সঙ্গে রয়েছে কৌশিকীও। এদিকে তাদের রাস্তা থেকে সরাতে প্ল্যান এঁটেছে কাকলি দেবী, দিব্যা সেন, উৎসবরা।

আরো পড়ুন : ছিঃ কী অধঃপতন! টাকার জন্য এ কী করছেন! তৃপ্তিকে ছিছিক্কার নেটিজেনদের

আসছে বড় টুইস্ট

মুখার্জী বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মাঝেই বেড়ে উঠছে টেনশন। জানা গিয়েছে, বিরোধী পক্ষের নিশানায় রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri) আর কৌশিকী। এর মধ্যেই সামনে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বেশ বোঝা যাচ্ছে, দর্শকদের ধরে রাখার জন্য গল্পে বড়সড় টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা।

আরো পড়ুন : শহর হারিয়েছে তিলোত্তমাকে, মাতৃহারা সুদীপাও, চট্টোপাধ্যায় বাড়ির পুজো এবার হবে তো?

প্রকাশ্যে নতুন প্রোমো

সাম্প্রতিক প্রোমোতে দেখা গিয়েছে, উৎসব মালার বিয়েতে একজন কৌশিকীকে লক্ষ্য করে বন্দুক তাক করে। সেটা জগদ্ধাত্রী (Jagadhatri) লক্ষ্য করে নিজের বন্দুক তাক করে গুলি চালায়। কিন্তু আচমকাই হঠাৎ একজন জগদ্ধাত্রীর (Jagadhatri) কোমরে লাঠির আঘাত করে। তার পরেই পেটে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জগদ্ধাত্রী।

Jagadhatri

এই প্রোমো থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কৌশিকীকে বাঁচাতে গিয়ে কি নিজের গর্ভস্থ সন্তানকে হারাবে জগদ্ধাত্রী? ইতিমধ্যেই দর্শকরা জানেন, এক কঠিন রোগে আক্রান্ত জগদ্ধাত্রী। তার জেরে তার গর্ভাবস্থা নিয়ে আশঙ্কা রয়েছে কৌশিকীর। এমনকি এও প্রশ্ন উঠছে, সন্তান জন্ম দিতে গিয়ে কি মৃত্যু হবে জগদ্ধাত্রীর? উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর