বাংলাহান্ট ডেস্ক : আজকাল অধিকাংশ মানুষ নিজেদের কর্মক্ষেত্রে ভীষণভাবে অসুখী। কার্যক্ষেত্রে অতিরিক্ত চাপ, অফিস পলিটিক্স ইত্যাদি নানান কারণে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে এমনই চিত্র। আচার্য চাণক্য (Acharya Chanakya) তাঁর নীতিশাস্ত্রের বইতে এমন কিছু উপদেশ দিয়ে গিয়েছেন যা মেনে চললে আপনার কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবেনা।
অফিসে খাটান চাণক্য (Acharya Chanakya) নীতি
আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন প্রাচীন ভারতের অন্যতম এক দিকপাল। অর্থশাস্ত্র, যুদ্ধনীতি, দর্শন, সামাজিক বিভিন্ন বিষয়ের উপর আচার্য চাণক্যর জ্ঞান ছিল প্রশ্নাতীত। আচার্য চাণক্য বিশেষ কিছু উপদেশ দিয়ে গিয়েছেন কর্মজীবী মানুষদের জন্য। চাণক্যর এই উপদেশ পালন করলে আপনার কর্মক্ষেত্রে আসবে সাফল্য। খুশি রাখতে পারবেন নিজের বসকে।
আরোও পড়ুন : টিআরপি বাড়াতে মোক্ষম চাল, কৌশিকীকে বাঁচাতে গিয়ে গর্ভের সন্তানকে বলি দেবে জগদ্ধাত্রী!
• আচার্য চাণক্য (Acharya Chanakya) মনে করেন যদি কোনও কাজে ভুল করে ফেলেন তাহলে সেটির অবশ্যই মূল্যায়ন করা উচিত। ভুল করা কাজের পুনর্মূল্যায়ন করলে ভুলের পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।
• প্রত্যেক ব্যক্তির নিজের কাজের প্রতি সততা বজায় রাখা উচিত। সততার সাথে কাজ করলে পাবেন সকলের প্রশংসা।
আরোও পড়ুন : হিরের সাজে মোদি! বুক পকেট থেকে জামার বোতাম সবই মোড়া হিরে দিয়ে, প্রকাশ্যে এল ভিডিও
• আচার্য চাণক্য (Acharya Chanakya) মনে করেন সম্মান প্রদর্শন করলেই পাওয়া যায় সম্মান। কর্মক্ষেত্রে তাই সবাইকে সম্মান দেওয়া উচিত। সম্মান দেওয়ার মাধ্যমে আপনি সম্মানিত হয়ে উঠবেন সকলের মাঝে।
• অফিসে কখনো গসিপ করা উচিত নয়। যে ব্যক্তিরা গসিপ করেন তাদের এড়িয়ে চলা উচিত। খারাপ আলোচনা বাদ দিয়ে কাজে মন দিলে এগিয়ে যাওয়া যাবে সফলতার পথে।
• সর্বদা চেষ্টা করবেন মিষ্টিভাষী হতে। মা লক্ষ্মী কটু ভাষা পছন্দ করেন না। যারা হাসিমুখে ও মিষ্টি ভাষায় কথা বলেন তাদের জীবনে সফলতাও আসে তাড়াতাড়ি।