স্মৃতি সুমধুর নয়! দুর্গাপুজো আসলেই কেন কলকাতা ছাড়েন দেবশ্রী রায়?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিনেমা প্রেমীদের কাছে আজও ‘কলকাতা রসগোল্লা’ নামেই পরিচিত অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। সময়ের সাথে সাথে বড় পর্দায় কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী (Debashree Roy)। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন দর্শকদের। যদিও এখন বড় পর্দা থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নায়িকা।

কেন দুর্গাপুজো উদযাপন করেন না দেবশ্রী রায় (Debashree Roy)?

এমনিতে সারা বছর খুবই  বাছাই করা কাজ করেন দেবশ্রী (Debashree Roy)। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেত্রীকে দেখা যায় ছোট পর্দা কিংবা ওটিটি  প্ল্যাটফর্মে। তবে বহুদিন হয়ে গেল বড় পর্দায় দেখা যায়নি নায়িকাকে। বহুদিন পর অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে।  বহুদিন পর বাংলা সিনেমায় ফিরছেন দেবশ্রী রায় (Debashree Roy)।

   

দীর্ঘ ১৬ বছর পর আসন্ন ‘শাস্ত্রী’ সিনেমায় দেবশ্রী জুটি বাঁধছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে। এখন দেখার আসন্ন দুর্গাপুজায় এই সিনেমা দেখতে দর্শকরা কতটা হল মুখ হন!প্রসঙ্গত দুর্গাপুজা মানেই বাঙালির প্রিয় উৎসব। এই উৎসবের দিনগুলোতে আনন্দে মেতে ওঠেন প্রত্যেকেই। কিন্তু একেবারে উল্টো পথের পথিক দেবশ্রী।

কারণ এই দুর্গাপুজো নিয়েই অভিনেত্রীর স্মৃতি একেবারেই মধুর নয়। তাই প্রত্যেক বছর পুজোর সময় কলকাতার বাইরে থাকেন তিনি। এ প্রসঙ্গে মনের মধ্যে জমে থাকা একরাশ দুঃখের কথা জানিয়েই হিন্দুস্তান টাইমস বাংলায় অভিনেত্রী বলেছেন, ‘আমার পুজোর স্মৃতি মোটেও সুখকর নয়। আমি পুজো কোনও বছরই উদযাপন করি না। শেষ কবে যে পুজো আসছে বলে আনন্দ হয়েছিল তা ভুলে গিয়েছি।’

আরও পড়ুন : ‘তার সেতার হয়ে গেছে!’ ডাক্তারবাবুর সাথে বিয়ে করছেন না, নিজেই জানালেন ঋতাভরী

সেইসাথে এদিন অভিনেত্রীর আরও সংযোজন, ‘দুর্গা পুজোর আগে থেকে কালী পুজো পর্যন্ত সময়টা আমার আর আমার পরিবারের একেবারে ভালো কাটে না। প্রত্যেক বছর এই সময় কিছু না কিছু দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদের।পুজোয় প্রায় প্রতি বছরই আমার পরিবারকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এটা বহু বছর ধরে চলে আসছে। তাই পুজোয় আমি এখন আর কলকাতায় থাকি না।’

Debashree Roy

তবে এবছর এখনও পর্যন্ত অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেননি অভিনেত্রী। আসলে আগস্ট মাস থেকেই তাঁর পরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাছাড়া এবছর অভিনেত্রীর মন মেজাজ ভালো নেই আরজিকরের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্যও। তবে এই পরিস্থিতিতে মনকে ক্ষণিকের জন্য হলেও শান্তি দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রীর পরামর্শ, ‘আমাদের গুরুজনেরা একটা কথা বলতেন, যখন জীবনে খুব খারাপ সময় আসে সেই সময়টা নিজের মনকে একটু হালকা করার জন্য কোথাও থেকে একটু ঘুরে আসা, বা একটু বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলা কিংবা একটা ছবি দেখা যেতে পারে। সে কথার সূত্র ধরেই বলব, আপনারা যদি একটু মনটা হালকা করতে চান তাহলে হলে গিয়ে ‘শাস্ত্রী’ দেখতে পারেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর