‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে’! রচনার কথা শুনে বিজেপি বলল, ‘মিউজিয়ামে রাখা উচিত’!

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে হুগলির সাংসদ। সম্প্রতি নিজ লোকসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এদিন রচনাও (Rachana Banerjee) এই বন্যার জন্য ডিভিসি-কে নিশানা করেন। তবে সেই সময় একক গুলিয়ে ফেলেন হুগলির সাংসদ।

  • ‘কুইন্টাল কুইন্টাল জল’ বললেন রচনা (Rachana Banerjee)!

এদিন বন্যা কবলিত বলাগড়ের নানান এলাকা পরিদর্শন করেন রচনা। মিলনগর, চাঁদরা, চরখয়রামারি সহ একাধিক জায়গায় যান তিনি। এরপর এই নিয়ে মুখ খোলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী। বলেন, ‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই! সবাই রাস্তায় বেরিয়ে এসেছেন। আর ওদের (ডিভিসি) দাবি, জানিয়ে পাঠিয়েছে’।

আরও পড়ুনঃ লাশকাটা ঘরেই লুকিয়ে রহস্য? আরজি কর কাণ্ডে নয়া মোড়! এই ৩ জনকে তলব করল CBI

হুগলির তৃণমূল সাংসদ এদিন বলেন, সত্যিটা কী সেটা তিনি জানেন না। তবে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, বলেন রচনা (Rachana Banerjee)। এদিকে ইতিমধ্যেই ‘কিউসেকে’র বদলে রচনার ‘কুইন্টাল’ বলা নিয়ে সরব হয়েছে পদ্ম শিবির। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ এই প্রসঙ্গে বলেন, ‘হুগলির সাংসদকে মুখ্যমন্ত্রীর মিউজিয়ামে রাখা উচিত’।

Rachana Banerjee

বিজেপি নেতা বলেন, ‘সাংসদ বলছেন, কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! জল কবে থেকে কুইন্টালে মাপা শুরু হল? ওনার নূন্যতম জ্ঞান নেই। সেই কারণে ভুলভাল বকছেন। সাধারণ মানুষের কপালে দুঃখ রয়েছে’।

উল্লেখ্য, রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন রচনা (Rachana Banerjee)। কখনও তাঁর ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্য নিয়ে চর্চা হয়েছে, কখনও আবার সিঙ্গুরের দই কেন ভালো সেটার ব্যাখ্যা দিতে গিয়ে হাসির খোরাক হয়েছেন। সমাজমাধ্যমে এই নিয়ে প্রচুর মিমও হয়েছিল একসময়। তা নিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, মিম তাঁর ভালোই লাগে। এবার কিউসেকের বদলে জল মাপার একক কুইন্টাল বলতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর