টিনএজ বয়সের ব্যর্থ প্রেম, ঐশ্বর্য-ক্যাটরিনা নন, এই অভিনেত্রীর কারণেই আজও বিয়ে করেননি সলমন

বাংলাহান্ট ডেস্ক : বয়স অনেকদিন আগেই ৫০ পেরিয়েছে সলমন খানের (Salman Khan)। কিন্তু বিয়ের প্রসঙ্গও তুলতে দেখা যায় না তাঁকে। জীবনে প্রেম অবশ্য কম আসেনি অভিনেতার। বহু নায়িকার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তিনি। মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্কও। কিন্তু ছাদনাতলা পর্যন্ত পৌঁছানোর আগেই প্রতিবারই প্রেম ভেঙেছে সলমনের (Salman Khan)। তবে জানেন কি, ভাইজানের বিয়ে না করার আসল কারণ কী? কার কারণে কখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি?

কার জন্য বিয়ে করেননি সলমন (Salman Khan)

দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন সলমন (Salman Khan)। সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ এসেছেন তাঁর জীবনে। কিন্তু কারোর সঙ্গেই টেকেনি অভিনেতার প্রেম। এঁদের মধ্যে প্রায় প্রত্যেকেই বিয়ে করেছেন অন্যত্র। তবে সলমন (Salman Khan) একবার নিজেই স্বীকার করেছিলেন, একজন বলিউড অভিনেত্রীর জন্যই এখনো পর্যন্ত বিয়ে করেননি তিনি। কে সেই নায়িকা? ভাইজানের প্রাক্তন প্রেমিকাদের মধ্যেই কেউ নাকি অন্য কোনো নাম?

আরো পড়ুন : দশ বছরের ছোট স্বামী, ধর্মও আলাদা, ৮ বছরের দাম্পত্য ভেঙে শেষমেষ আলাদা হচ্ছেন জনপ্রিয় বলিউড নায়িকা

নিজের মুখেই জানিয়েছিলেন অভিনেতা

সেই নায়িকার নামও নিজের মুখেই ফাঁস করেছিলেন সলমন (Salman Khan)। তিনি আর কেউ নন, বলিউডের চিরন্তন ডিভা রেখা। সলমন জানিয়েছিলেন, তিনি রেখার প্রেমে পড়েন যখন তিনি সবেমাত্র টিনএজ বয়সে পা দিয়েছেন। অভিনেত্রী তখন এক জায়গায় যোগাসন শেখাতে। অভিনেতা জানান, সেই ক্লাসে ভর্তি হয়েছিলেন তিনিও। যোগাসন শেখার ইচ্ছা বিন্দুমাত্রও ছিল না। শুধুমাত্র রেখার আকর্ষণে সেখানে যেতেন তিনি।

আরো পড়ুন : এই ছবিই ভাগ্য বদলাতে পারত অনুষ্কার, শেষে দীপিকা যা করেন… বিষিয়ে যায় সম্পর্ক

কী বলেছিলেন রেখা

এদিকে রেখা বলে ওঠেন, সলমনের নাকি তখন মোটে ৭-৮ বছর বয়স ছিল। ওই বয়সেই বাইসাইকেলে চেপে তাঁকে ফলো করতেন তিনি। শুধু তাই নয়, বাড়িতে গিয়ে সলমন (Salman Khan) নাকি সকলকে বলে দিয়েছিলেন, বড় হয়ে তিনি রেখাকেই বিয়ে করবেন। এই কথা শুনেই অভিনেতা বলে ওঠেন, সেই কারণেই হয়তো তাঁর বিয়েটা হল রেখাও সঙ্গে সঙ্গে উত্তর দেন, সেই কারণে হয়তো তাঁরও বিয়ে হয়নি।

Salman Khan

প্রসঙ্গত, সলমনকে শেষ বার দেখা গিয়েছে টাইগার থ্রি ছবিতে। বর্তমানে ‘সিকন্দর’ ছবির শুটিং করছেন তিনি। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর