বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বাংলাদেশ দলের সাথে ভারতে রয়েছেন ওই দলের তারকা খেলোয়াড় শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দুই দলের মধ্যে এখন দুই টেস্ট ম্যাচের সিরিজ চলছে। এদিকে, ভারত সফরের পর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে। এদিকে, বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকে শাকিব বিদেশে ক্রিকেট খেলছেন এবং তিনি দেশে ফেরেননি।
দেশে ফিরলেই কি শাকিব (Shakib Al Hasan) হবেন গ্রেফতার?
এদিকে, আওয়ামি লিগ সরকারে শাকিব (Shakib Al Hasan) সাংসদ ছিলেন। মূলত, ঢাকায় হত্যা মামলায় ১৪৭ জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে শাকিবের নামও রয়েছে। এমতাবস্থায়, ভক্তদের মনে প্রশ্ন, দেশে ফিরলে শাকিবকে গ্রেফতার করা হবে কি না? এই বিষয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বড় আপডেট সামনে এসেছে।
The Bangladesh Cricket Board officials said they are confident Shakib Al Hasan will not face any problem playing the upcoming two-match Test series against South Africa, scheduled from mid-October.
— Aarti Patel (@AartiPatel63) September 24, 2024
বাংলাদেশে ফিরতে কোনও সমস্যা হবে না: ইএসপিএনক্রিকইনফো-এর রিপোর্ট অনুযায়ী, BCC-র ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, দেশের অন্তর্বর্তী সরকার শাকিবকে (Shakib Al Hasan) কোনও সমস্যায় ফেলবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে। নাফীস বলেন, “আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা শাকিব আল হাসান সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন। নথিভুক্ত মামলায় কাউকে অযথা হয়রানি করা হবে না বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা রয়েছে।”
আরও পড়ুন: এবার ডিফেন্স সেক্টরেও বাজবে আদানির ডঙ্কা! নিচ্ছেন বড় পদক্ষেপ, জানলে হয়ে যাবেন “থ”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার শাকিবের (Shakib Al Hasan) ব্যাপারে তার অবস্থান খুব স্পষ্ট করেছে। শাকিব যদি ফিটনেসের কোনও সমস্যায় না ভুগে থাকেন তাহলে আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে তাঁর না খেলার কোনও কারণ আমি দেখি না।”
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় কোন প্লেয়ারের সাথে লড়াই করেছেন রোহিত? রাখঢাক না রেখেই জানালেন আকাশ চোপড়া
উল্লেখ্য, যে রুবেলকে হত্যার অভিযোগে শাকিব ছাড়াও বাংলাদেশে ১৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামি লিগ সরকার পতনের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে রুবেলও ছিলেন। সেই সময়ে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৫ অগাস্ট বাংলাদেশে যখন সরকার উৎখাত হয়, তখন কানাডায় গ্লোবাল T20 লিগে খেলছিলেন শাকিব (Shakib Al Hasan)। তারপর থেকে তিনি বিভিন্ন দেশে ক্রিকেট খেললেও বাংলাদেশে ফেরেননি।