” লোকে ‘ওনাকে’ মানতে যাবে কেন?” মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের!

 

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের ফলে গোটা রাজ্য যখন উত্তাল তখন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ঘটনার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

 

দিলীপ ঘোষ বলেন, ” এখন ইগোর প্রশ্ন এসে গেছে। আমরা দ্রুত জুনিয়র ডাক্তারদের সমস্যার মীমাংসা চাই। মানুষের হয়রানি বেড়েই চলেছে। এর দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না।

e8d9d img 20190616 214349
শুধু তাই নয় তিনি মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে আরও বলেন, ” মুখ্যমন্ত্রী আইন মানেন না, প্রধানমন্ত্রী, রাজ্যপাল কাউকে মানেন না। তা এখন ওনাকে লোকে মানতে যাবে কেন?” এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন তিনি

সম্পর্কিত খবর