এলাকা দখল কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে শনিবার রাতে রণক্ষেত্র এর চেহারা নিলো নদীয়ার কল্যাণী।সূত্রের খবর,কল্যাণী পুরসভার 1 নম্বর ওয়ার্ডের অনুকূল মোড় এলাকায় শনিবার রাতে হঠাৎই সংঘর্ষ বাধে বিজেপি ও তৃণমূল কর্মীদের।এই সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা জ্বালিয়ে দেওয়া হয় প্রায় 6 টি বাইক।
এই এলাকায় গত লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল বিজেপি।তৃণমূল কংগ্রেসের অভিযোগ,আর সেই কারণেই তাদের কয়েকজন কর্মীকে ইচ্ছাকৃত ব্যাপক মারধর করেছে বিজেপি কর্মীরা। অন্যদিকে বিজেপির অভিযোগ,বাইরের দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা করছিল তৃণমূল।মানুষ তার প্রতিবাদ করেছে।গতকাল রাত থেকেই উত্তপ্ত অনুকূল মোড় দফায় দফায় সংঘর্ষ অবশেষে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রবিবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার