সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে এক যুবক

 

বাবলু প্রামাণিক সুন্দরবন কোষ্টাল ঃ

সুন্দরবনের বাঘের হামলায় মৃত্যুর খবর প্রায়শই সামনে আসে। তেমন একটি ঘটনা ঘটে গেল সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে সাত সকালে বাঘের কবলে পড়ে মৃত এক যুবক । মৃতের নাম শশধর মন্ডল (৩২)।

 

ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পঞ্চমুখানী জঙ্গলে লম্বা বাকী খালে। ঘটনা সূত্রে , গোসাবা থানার লাহিরী পুরের বাসিন্দা শশধর মন্ডল ও তার সহ কর্মী কার্ত্তিক মন্ডল(৫৫) সহ প্রভাষ মন্ডল (৬০) তিনজন মিলে সাত সকালে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের পঞ্চমুখানী জঙ্গলে ।

1a754 img 20190617 wa0004

সেই সময় হঠাৎ জঙ্গল থেকে বাঘ বেড়িয়ে এসে শশধর কে টেনে নিয়ে যায় ।

সম্পর্কিত খবর