প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন

 

বাংলা হান্ট ডেস্ক : ১৬ জুন রবিবার, ফাদার্স ডে উপলক্ষ্যে ছেলে আর্চি হ্যারিসন মাউন্টব্যটন উইন্ডসরের প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি।গত ৬ মে, মেগানের কোল জুড়ে এসেছিল বেবি সাসেক্স।ফাদার্স ডে-তে সাসেক্স রয়্যালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আর্চি হ্যারিসন মাউন্টব্যটন উইন্ডসরের ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে আর্চি হ্যারিসনকে বাবা হ্যারির আঙুল ধরে থাকতে দেখা গেছে।

05c28 img 20190617 wa0002

প্রসঙ্গত প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের পুত্র সন্তান রাজ সিংহাসনের উত্তরাধিকার সূত্রে সাত নম্বরে রয়েছেন।প্রিন্স হ্যারি ছেলের নাম রেখেছেন আর্চি, যেটি স্কটিশ নাম। কার্টুন চরিত্র ‘আর্চি’র জন্যই এই নামের জনপ্রিয়তা। যার অর্থ সত্য এবং সাহসী। আর ‘হ্যারিসন’ অর্থ হল ‘সন অফ হ্যারি’।  ছেলের নামের প্রথমে আর্ল বা প্রিন্সও জুড়তে দেননি হ্যারি। চিরাচরিত রাজপ্রথা ভেঙেছেন যদিও প্রিন্স হ্যারি।

সম্পর্কিত খবর