বাংলা হান্ট ডেস্ক: এবার ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন ভারতের (India) এক নবীন খেলোয়াড়। মূলত, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা মুশির খান দুর্ঘটনার শিকার হয়েছেন। পাশাপাশি, ওই দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। জানিয়ে রাখি যে, মুশির খান হলেন ভারতীয় দলের তারকা প্লেয়ার সরফরাজ খানের ছোট ভাই।
পথ দুর্ঘটনায় আহত ভারতের (India) নবীন খেলোয়াড় মুশির খান:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মুশির ইরানি কাপে খেলার জন্য আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন। সেই সময়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এমতাবস্থায়, লখনউয়ের একনা স্টেডিয়ামে সম্পন্ন হতে চলা ইরানি কাপের ম্যাচে খেলতে পারবেন না মুশির। এছাড়াও, রঞ্জি ট্রফির শুরুর দিকের কয়েকটি ম্যাচ থেকেও ছিটকে যেতে পারেন মুশির খান।
জানিয়ে রাখি যে, আগামী ১ থেকে ৫ অক্টোবর লখনউতে ইরানি কাপের আয়োজন করা হবে। এদিকে, মুশের খান মুম্বাই দলে নির্বাচিত হন। এই ম্যাচ খেলতে সড়কপথে লখনউ যাচ্ছিলেন তিনি। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। যার ফলে তাঁর ফ্র্যাকচার ঘটেছে এবং ইরানি কাপে আর খেলতে পারবেন না তিনি।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বই দলের সঙ্গে লখনউ যাননি মুশির। পরিবর্তে, তিনি তাঁর বাবার সাথে আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন এবং সময়ে ঘটে পথ দুর্ঘটনা। জানিয়ে রাখি যে, দলীপ ট্রফিতে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মুশির খান। তিনি ইন্ডিয়া বি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
আরও পড়ুন: বড় চমক! গম্ভীরের “রিপ্লেসমেন্ট” পেয়ে গেল KKR, মেন্টর হিসেবে যোগ দিলেন এই তারকা খেলোয়াড়
এদিকে, মুশির খানের দাদা সরফরাজ খান ইতিমধ্যেই ভারতীয় দলের (India) একটি অংশ। এখন মুশিরও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা করে নিতে চান। এমতাবস্থায়, রঞ্জি ট্রফিতে ভালো খেললে তিনি বড় সুযোগ পেতে পারেন।