Breakingআজ থেকে কাজে যোগদেবে চিকিৎসরাঃ মমতা

বাংলাHunt :আজ নবান্নে বৈঠক হয়। প্রায় রাজ্যের একাধিক মেডিকেল কলেজের প্রতিনিধিরা নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন। দেড় ঘণ্টার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মবিরতি উঠে যাচ্ছে এবং যে ১২ টি দাবি ছিল জুনিয়র ডাক্তারদের সেই দাবি মেনে নিলো।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তিনি নির্দেশ দিলেন প্রশাসনের উপর যাতে আগামী দিন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন দেখার বিষয় কখন থেকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেবেন এবং কাজে যোগ দেবেন ইতিমধ্যে জানা গেছে।

783f5 img 20190617 wa0001আজ থেকে তারা কর্মবিরতি তুলে নিয়ে ফের কাজে নামবেন এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

সম্পর্কিত খবর