ভারত পাকিস্তান ম্যাচে দুই দেশকেই জেতালেন এই দম্পতি

 

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ ২০১৯ এ ভারত ফের তাঁর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। তারপর থেকেই অভিনন্দনের বন্যা চলছে সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে বীভৎসভাবে ট্রোল করা হচ্ছে পাকিস্তানকে। কিন্তু দু দেশের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে এক যুগল দেখতে গেলেন ম্যাঞ্চেস্টারে হওয়া এই ম্যাচ। যা নেটিজনদের কুর্নিশ কুড়িয়েছে।

5ce73 img 20190617 wa0038

এই যুগল দু জনের গায়ে ছিল জার্সি। কিন্তু সেই জার্সির বৈশিষ্ট্য, জার্সিতে অর্ধেক ভারত ও অর্ধেক পাকিস্তানের জাতীয় পতাকা। লন্ডনের বাসিন্দা লক্ষ্মী কৌল ছবিটি পোস্ট করেছেন টুইটারে। ক্যাপশনে জানান, ওই ব্যক্তি পাকিস্তানি এবং তাঁর স্ত্রী ভারতীয়। তাঁরা অন্য সব বিবাদ বাদ দিয়ে শুধুমাত্র ক্রিকেট উপভোগ করতে এই পোশাক পড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার সঙ্গে সঙ্গে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পোস্টটি। এবং বহু নেটিজনের কুর্নিশ জানায় যুগলের এই প্রীতিকর মনোভাবকে।

সম্পর্কিত খবর