বাংলা হান্ট ডেস্ক : জীবন মানেই ওঠাপড়া। আজ ভালো কাল খারাপ। কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের জীবনে উন্নতি হতে চায় না। অহরহ পরিশ্রম করেও সেই ফলাফল গোল্লা। যত টাকাই উপার্জন করুন না কেন, সব টাকাই সংসারের পিছনে বেরিয়ে যায়। তাই এবার ভাগ্য ফেরাতে রয়েছে বিশেষ একটি টোটকা। টোটকার নাম এলাচ (Cardamom)।
পার্সে এলাচ (Cardamom) রাখলেই ঘুরবে ভাগ্যের চাকা
ভারতীয় রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে এলাচ (Cardamom)। এই এলাচ (Cardamom) তরকারিতে দেওয়া হোক কিংবা চায়ে দিলেই স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। সেইসাথে এই মশলার সুবাসে খাবারের প্রতি লোভ বৃদ্ধি পায়। তবে এলাচ শুধু খাবারের গুণমান বৃদ্ধি করে তা নয়, একই সাথে এলাচ ভাগ্য উন্নত করতেও দারুণ কাজ করে। এলাচ দিয়ে বিশেষ কিছু কাজ করতে পারলে আপনার জীবনে টাকা পয়সা উপচে উপচে পড়বে।
এলাচের দিয়ে বিশেষ টোটকা:
১) আপনার কি আর্থিক উন্নতিতে সমস্যা তৈরি হয়েছে? যদি টাকা হাতে পেয়েও ধরে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্য এই বিশেষ টোটকা। এর জন্য আপনাকে ৩ টি এলাচ নিতে হবে। ওই তিনটি এলাচ পার্সে রেখে দিন। ব্যস কিছুদিন পর দেখতে পাবেন এর সু-ফলাফল।
২) আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান ভালো না থাকে তাহলে এলাচ দিয়ে এই কাজ করা আবশ্যক। এক্ষেত্রে একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য পরিমাণ এলাচ মিশিয়ে দিন। এরপর ওই জল ততক্ষণ ফোটাতে থাকুন যতক্ষণ না অর্ধেক না হয়ে যাচ্ছে। ফোটানো হয়ে গেলে, ওই জল ঠান্ডা করে তাতে স্নান করুন। তবে স্নান করার সময় শুক্রের বীজমন্ত্র জপ করতে ভুলবেন না যেন।
আরও পড়ুন : অবিশ্বাস্য! পৃথিবীর টানে ছুটে আসছে ‘মিনি মুন’! কবে শরতের আকাশে দ্বিতীয় চাঁদ দেখবেন আপনি?
৩) বিয়েতে যদি বারবার বাধা সৃষ্টি হয়, কিংবা বিয়ে ভেঙে যাওয়ার মত ঘটনা ঘটে। তাহলে যেকোনো একটি বৃহস্পতিবার সূর্যাস্তের আগে এই কাজ করুন। একটি বট পাতা নিয়ে তাতে পাঁচ রকমের আলাদা আলাদা মিষ্টি নিন। সেই সাথে পাশে দুটো এলাচও রাখবেন। এরপর সেই পাতা অশ্বত্থ গাছের নিচে রেখে নিজের মনোবাসনার কথা বলুন। এতে করে বিয়েতে সমস্ত সমস্যা কেটে যাবে এবং বিয়ের যোগ তৈরি হতে থাকবে।
৪) শুভ কাজে ফলাফল পেতে গেলে বাস্তুশাস্ত্রের এই টোটকা মানা উচিত। কোথাও চাকরির ইন্টারভিউ কিংবা ব্যবসায়িক মিটিং থাকলে তিনটে এলাচ মুখে নিয়ে শ্রী শ্রী জপ করুন। দেখবেন ওই কাজ সুসম্পন্নভাবে মিটে গিয়েছে।
৫) প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কে বনিবনা না হলে, সর্বক্ষণ ঝগড়া চললে মোটেই ভালো লক্ষণ নয়। তাই শুক্রবার একটি কাপড়ে একটি এলাচ বেঁধে রাখবেন। এরপর ওই এলাচ গুঁড়ো করে নিয়ে পরের দিন খেয়ে নেবেন। এতে করে আপনার প্রেম কিংবা দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে।