বাংলা হান্ট ডেস্ক: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই নিয়ে দ্বন্দ্ব তো রয়েছেই! কিন্তু বর্তমানে মানব জীবনে অভিশাপের পাল্লা একটু বেশিই রয়েছে। কারণ দিন যত যাচ্ছে ততই বাড়ছে ডিজিটাল প্রতারণা। আর এই ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ে মানুষ হচ্ছেন সর্বহারা। তিল তিল করে জমানো সম্পদ লুটেপুটে আত্মসাৎ করছে প্রতারকরা। যেমন সম্পদ হাতিয়ে নিচ্ছে তেমনই মানুষের ব্যক্তিগত সম্পদ নিয়েও হচ্ছে জালিয়াতি। এদিকে, আধার কার্ড (Aadhar Card) থেকে শুরু করে প্যান কার্ডের সমস্ত তথ্য হচ্ছে ফাঁস।
আধার কার্ড (Aadhar Card), প্যান কার্ডের তথ্য কিভাবে ফাঁস করা হচ্ছে:
বর্তমান যুগে ভারতীয় নাগরিকদের পরিচয় পত্র হিসেবে সবার আগে প্রয়োজন আধার কার্ড (Aadhar Card) এবং প্যান কার্ড। এই দু’টি ডকুমেন্ট ছাড়া মানুষ একেবারেই অচল। আর এই দুই কার্ডের তথ্য প্রতারকদের কাছে ফাঁস হয়ে গেলে সর্বনাশ। তাই, এগুলি সবার আগে সুরক্ষিত রাখা উচিত। জানা গিয়েছে, কিছু ওয়েবসাইট আছে, যেগুলি বিনা অনুমতিতেই আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য সংগ্রহ করে। আবার সেই তথ্য বিক্রি পর্যন্ত করা হয়। এমতাবস্থায়, নাগরিকদের সুরক্ষার কথা ভেবে বড় পদক্ষেপ নিল কেন্দ্র।
বন্ধ করে দেওয়া হল এই জাল ওয়েবসাইটগুলি: উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, একাধিক অনেক জাল ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। আর এই বিষয়টি প্রথম নজরে আসে মেইটি-র চোখে। জানা যায়, বিশেষ কিছু ওয়েবসাইট মেইটি-র নজরে আসে যেগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের আধার কার্ড (Aadhar Card) এবং প্যান কার্ডের তথ্য ফাঁস করে দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: IPL-এ করেছিলেন বাজিমাত! ভারতীয় দলে এবার “এন্ট্রি” নেবেন এই দুর্ধর্ষ বোলার, হয়ে গেল কনফার্ম
তথ্যসূত্রে জানা গিয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফ থেকে এই সমস্ত জাল ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। এমনকি সাইট অপারেটরদের আইটি পরিকাঠামো আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কারোর যদি ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর অধীনে অভিযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: আচমকাই পরিকল্পনা বদল আদানির! এই সেক্টরে খরচ করবেন ৩৩ হাজার কোটি, চমকে দেবে কারণ
বিষয়টি এখানেই শেষ নয়, ইউআইডিএআই-র তরফেও এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আগামী দিনে মানুষকে যাতে এই বিষয়ে সমস্যার সম্মুখীন করতে না হয় সেই নিয়ে আরও সচেতন হচ্ছে কেন্দ্র সরকার। তবে, এখনও পর্যন্ত কোন কোন ওয়েবসাইটগুলি ব্লক করে দেওয়া হয়েছে সেই বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যায়নি। কিন্তু, এই খবর প্রকাশ্যে আসার পর থেকে উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশের সাধারণ মানুষের মধ্যে।