তৃণমূলের ‘টম অ্যান্ড জেরি’! আবার কি নিয়ে ঝামেলা হল দেব-কুণালের?

বাংলা হান্ট ডেস্ক :রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই নেতা দেব এবং কুণাল ঘোষের (Dev-Kunal) মধ্যে হামেশা লেগেই থাকে তর্ক-বিতর্ক। এমনকি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ্যে চলে তাদের (Dev-Kunal) ঝগড়া। দুজন (Dev-Kunal) একই রাজনৈতিক দলের নেতা হলেও সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। তাই সুযোগ পেলেই কেউ কাউকে ছেড়ে কথা বলেন না।

আবার কীসের ঝামেলা দেব-কুণালের (Dev-Kunal)?

আর দেব-কুনালের এই কান্ড দেখে অনেকেই তাঁদের ‘টম অ্যান্ড জেরি’ও বলে থাকেন। এবারের দুর্গাপুজায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জী পরিচালিত দেব অভিনীত নতুন সিনেমার ‘টেক্কা’। সম্প্রতি এই সিনেমার প্রমোশন নিয়েই  ব্যস্ত রয়েছেন অভিনেতা। টেক্কার প্রোমোশন থেকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবের একটি ভিডিও।

টলিউড অনলাইনে তরফে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে সামনের দিকে তাকিয়ে কোনো একজনের উদ্দেশ্যে চিৎকার করেই যেন দেব বলছেন, ‘ও কুণালদা… কুণালদা ভালো আছেন?’ প্রসঙ্গত দেবের মুখে কথাটা ‘কুণালদা’র মতো শোনালেও আসলে কিন্তু দেব বলেছেন ‘ও দুলালদা’।

দেবের এই ভিডিও নজরে আসতেই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুন অ্যাক্টিভ থাকেন এই তৃণমূল নেতা। তাই দেবের করা এমন রসিকতা নজর এড়িয়ে যায়নি তাঁর-ও। এদিন তিনি নিজেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। সেইসাথে পাল্টা জবাব দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ ভাই। ভালো আছি। দুলাল জানালো। তুমিও ভালো থেকো।’ দুই তৃণমূল নেতার এই কান্ড দেখে মজা নিচ্ছেন নেটিজনরাও। কেউ কেউ তো বলছেন, ‘ টম আর জেরির লড়াই’।

আরও পড়ুন : প্রত্যেকের আসল চেহারা দেখালেন অঙ্কুশ! অভিনেতার সাহসিকতার প্রশংসায় মুখর দর্শক

প্রসঙ্গত দেব কুণালের এই ঝগড়া নতুন বিষয় নয়। আগেও তার প্রমাণ পেয়েছেন আমজনতা। কিছুদিন আগেই ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে দেবকে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ ছিল দেব নাকি ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধক হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের নাম পাল্টে নিজের নাম বসিয়েছেন।

পাল্টা জবাবে দেব লিখেছিলেন, ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর