কোনো যোগ্যতাই নেই! BJP করেন বলেই দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন! বিস্ফোরক তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ছেলে কাঁপিয়েছেন মুম্বই। ‘ডিস্কো ডান্সার’ নামে তাঁকে চেনে গোটা দেশ! সেই মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হবে। সোমবার সকালেই প্রকাশ্যে এসেছে এই খবর। এবার এই নিয়ে খোঁচা দিলেন টিএমসিপি নেতা সন্দীপন মিত্র।

  • মিঠুনকে (Mithun Chakraborty) খোঁচা টিএমসিপি নেতার!

আজ সকালে মিঠুনের দাদাসাহেব ফালকে পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। তারকা থেকে শুরু করে অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। এমতাবস্থায় তাঁকে একহাত নিলেন সন্দীপন (Sandipan Mitra)। তাঁর দাবি, নিজের প্রতিভার জোরে নয়, বরং বিজেপি করেন বলেই এই পুরস্কার পাচ্ছেন অভিনেতা।

সন্দীপন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উনি বিজেপি করেন বলে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। নয়তো ওর ওই পুরস্কার পাওয়ার যোগ্যতা নেই’। তাঁর এই মন্তব্য অনেকেই ভালোভাবে নেননি। টিএমসিপি (TMCP) নেতাকে উদ্দেশ্য করে একের পর এক তীক্ষ্ণ কমেন্ট করতে শুরু করেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার পুরুষরাও মাসে মাসে পাবেন ১০০০ টাকা! দুর্দান্ত প্রকল্প সরকারের

কেউ লেখেন, ‘মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলার যোগ্যতা আপনার আদৌ আছে কিনা, সেটা আগে নিজেকে প্রশ্ন করুন’। দ্বিতীয়জন আবার মন্তব্য করেছেন, ‘আসলে এই পুরস্কার অন্য একজনের প্রাপ্য ছিল। আড়ালে চকোলেট আর স্যান্ডুইচ সাঁটিয়ে দিনের পর দিন অনশনের অনবদ্য অভিনয়, সুস্থ ঠ্যাংয়ে প্লাস্টার করিয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্যে ল্যাংড়ার অভিনয় দাদাসাহেব ফালকে তো তুচ্ছ, অস্কারের দাবি রাখে। নেহাৎ তিনি বিজেপির পা চাটেন না…’!

Mithun Chakraborty

একজন তো আবার সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কারে পাওয়ার ‘যোগ্য’ বলে কমেন্ট করেছেন। টিএমসিপি নেতাকে ট্রোল করে লিখেছেন, ‘একদম। এই পুরস্কার পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়’।

এদিকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন (Mithun Chakraborty)। বলেন, ‘কোনোদিন ভাবিনি ফুটপাথের একটা ছেলে এত বড় সম্মান পাবে। কলকাতার অন্ধ গলি থেকে আমি উঠে এসেছি। মুম্বইয়ে রাস্তার ফুটপাথে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আক্ষরিক অর্থেই আমি হতবাক। হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার এবং দুনিয়া জুড়ে থাকা আমার অসংখ্য ভক্তদের উৎসর্গ করছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর