বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা দেখার মতো। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর এই স্কিম চালু করা হয়েছিল। বিগত ৩ বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের এই স্কিমে (Lakshmir Bhandar) সাধারণ শ্রেণির মহিলারা মাসে মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসে মাসে ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো ১০০০-১২০০ নয়, এবার মিলবে ২০০০ টাকা!
উৎসবের আবহে নজরে রয়েছে হরিয়ানা বিধানসভা ভোট (Haryana Assembly Election)। শনিবার এই নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। ৪০ পাতার সেই ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল হরিয়ানার মহিলাদের মাসে মাসে ২০০০ টাকা করে দেওয়া। সেই সঙ্গেই ২৫ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা, সুতলজ-যমুনা লিঙ্ক খাল থেকে জল নেওয়া সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির।
এখানেই শেষ নয়! কংগ্রেস (Congress) নিজেদের ইশতেহার প্রকাশের সময় কৃষক কমিশন গঠন করার কথা বলেছে। একইসঙ্গে জানিয়েছে, সমস্ত বিভাগকে তারা মাথায় রেখেছে। হাত শিবিরের ইশতেহারে সকলের জন্য মানসম্পন্ন শিক্ষা, যুবকদের কর্মসংস্থান সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে।
আরও পড়ুনঃ ‘মমতা নিজেই একজন দুর্দান্ত অভিনেত্রী’! দাদাসাহেব ফালকে পাচ্ছেন শুনেই মুখ খুললেন মিঠুন
জানা যাচ্ছে, হরিয়ানা বিধানসভা ভোটে জয়লাভের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কংগ্রেস। দলের তরফ থেকে জানানো হয়েছে, একটি শক্তিশালী ক্রীড়া নীতি নিয়ে আসা হবে। ক্রীড়াবিদদের খেলার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে উৎসাহ প্রদান করতে এই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অশোক গেহলত বলেন, ‘সবেমাত্র আমরা ঘোষণাপত্র প্রকাশ করেছি। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে কংগ্রেস সরকার গড়বে ও সকল প্রতিশ্রুতি পূরণ করার জন্য সম্ভাব্য সব প্রচেষ্টা করবে’।
এদিকে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) কথা বলা হলে, আরজি কর কাণ্ডের আবহে এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। চিন্তায় পড়েছিলেন অনেকে। যদিও শেষ অবধি জানা গিয়েছে, এমন কিছুই হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছিল, তেমনই চলবে।