এবার কলকাতা মেট্রোতেও রিলপ্রেমীর দাপট! তরুণীর অশ্লীল নাচ দেখে বিরক্ত যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর মধ্যেই তারস্বরে চলছে গান। আর পাশেই উদ্দাম নেচে চলেছেন এক তরুণী। আর তার এই কাণ্ড-কারখানা দেখে সামনের সিটে বসা যাত্রীরা পড়ে গিয়েছেন চরম অসস্তিতে। দিল্লির পর এই রীলস রোগে আক্রান্ত এবার কলকাতা মেট্রোও। রাজধানী দিল্লির পর খাস কলকাতার বুকেই এবার মেট্রোর মধ্যে তরুনীর এমন আচরণ দেখে নিন্দা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

মেট্রোর মধ্যেই তরুণীর নাচ, ভাইরাল ভিডিও (Viral Video)

ভিডিও ভাইরাল (Viral Video) হতেই এই রীল রোগের মোক্ষম দাওয়াই দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার ভাইরাল (Viral Video) কলকাতা মেট্রোরে এই ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি ঠিকই, তবে ভিডিওটিতে (Viral Video) যাকে দেখা যাচ্ছে তিনি নিজেই তার ইনস্টা প্রোফাইল থেকে এই ভিডিও শেয়ার করেছেন।

জানা যাচ্ছে ওই তরুণীর নাম সহেলী রুদ্র। সোশ্যাল মিডিয়া নিজের প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করেছেন সহেলি। ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‘আজকে রাত মজা হুসন কা’ গান। কলকাতা মেট্রোয় নাচ করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন জনগণের চাহিদা।

ভিডিওতে দেখা যাচ্ছে সহেলীর পরনে ক্রপ টপ আর রিপড জিন্স। কলকাতা মেট্রো মধ্যে তরুণীর এমন নাচ দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। তাই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য করে ওই তরুণীকে একেবারে ধুয়ে দিয়েছেন নেটিজেনরাই। কেউ লিখেছেন ‘সাধারণ মানুষকে অস্বস্তিতে না পেলে নিজের বাড়িতে তো এটা করতে পারতেন’। কারও মন্তব্য, ‘এটা জনগণের চাহিদা নয়, জনগণের সময়ের দাম রয়েছে।’

আরও পড়ুন : অশান্ত পরিস্থিতিতেই উৎসব পালন করার হিড়িক! মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম নিয়ে তুমুল কটাক্ষ

কেউ আবার লিখেছেন, ‘নাচ ভালোই করেছেন এবার এই কাজের জন্য আইনের যাঁতাকলে পড়ার জন্য প্রস্তুত থাকুন।’ যদিও এই প্রথম নয় রীলপ্রেমী সহেলী রুদ্র এর আগেও কলকাতা বিমানবন্দরের সামনে এই ধরনের অশ্লীল নাচ করেছিল। যার জন্য শিরোনামেও উঠে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, জানলে অবাক হবেন, যে লোকাল ট্রেনের ভিড়ের ঠেলায় মানুষের পা রাখার জায়গা পর্যন্ত হয় না সেই লোকাল ট্রেনেও তারস্বরে গান চালিয়ে এই তরুণীর এমন একাধিক নাচের ভিডিও রয়েছে।

কিন্তু এই  সস্তার জনপ্রিয়তার নেশায় আচ্ছন্ন এখনকার যুব সমাজের এই রীল রোগের দাওয়াই কি? এইভাবে যেখানে সেখানে রীলপ্রেমীদের এই দাপটে বেজায়  অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। যার জন্য ইতিপূর্বে একাধিকবার কড়া  হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কিন্তু তারপরেও পরিস্থিতি যেই কে সেই।আর এবার কলকাতা মেট্রোর মধ্যে এমন  নাচ দেখানোয় এই তরুণীর বিরুদ্ধেও কড়া  পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন সকলেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর