এক ধাক্কায় সস্তা হল সোনা! মহালয়ার আগেই সোনা কেনার মোক্ষম সুযোগ, আজ কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মুখে আবার কমল সোনার দাম (Gold Price)।  রাত পোহালেই মহালয়া তার আগে সোনা প্রেমীদের জন্য এসে গেল দারুণ সুখবর। এমনিতেই উৎসবের ভরা মরশুম। তার ওপর পুজো শেষ হলেই আসছে দিওয়ালি- ধনতেরাস সহ বিয়ের মরশুম। যার ফলে এখন বাজারে সোনার চাহিদা তুঙ্গে। গত মাসেই সোনা সস্তা থাকায় তা চলে এসেছিল মধ্যবিত্তের নাগালে।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

কিন্তু মাসের শেষের দিকে আবার বাড়তে শুরু করেছে  সোনার দাম (Gold Price)। তবে আজ মহালয়ার আগের দিন আরও একবার দাম (Gold Price) কমেছে হলুদ ধাতুর। যার ফলে এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমজনতা। তাছাড়া সোনা বিশেষজ্ঞদের দাবি সোনা কেনার এটাই মোক্ষম সময়। কারণ দেরি করলেই আবার বাড়বে  সোনার দাম।

   

তাই যদি কারও সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে আর দেরি করা ঠিক হবে না। ভারতীয়দের কাছে সোনা মানেই অত্যন্ত শুভ। যুগ যুগ ধরে তাই সোনার ব্যাপক চাহিদা রয়েছে। নারীর অলংকার তো বটেই সেইসাথে সোনা ভবিষ্যতের সঞ্চয়ও। তাই সোনা বিনিয়োগ করেও অনেকে ভালো উপার্জন করার আশা রাখেন।

তবে এখন যদি কেউ বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে তাদের আর কয়েকটা দিন অপেক্ষা করা উচিত। কারণ আর কিছুদিন পর আরও বাড়বে সোনার দাম। তবে সোনার গয়না কিনতে চাইলে আজই মোক্ষম সময়। তবে সোনা কিনতে যাওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক আজ অক্টোবর  মাসের প্রথম দিনেই কলকাতায় কত দামে বিক্রি হচ্ছে সোনা।

কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

আজ মঙ্গলবার ১ অক্টোবর কলকাতায় একলাফে কমেছে ২২ ক্যারেটের সোনার দাম। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ৭৯  টাকা। তাই আজ কলকাতায় ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় ৭০ হাজার ৭৯০টাকায়।

আরও পড়ুন : সত্যিই গয়না পরে, ভোজন সেরে রাত জেগে নাচ দেখেন মা দুর্গা? চমকে দেবে ৩ বনেদি বাড়ির পুজোর ইতিহাস

কলকাতায় ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

পুজোর আগেই আরও একবার হাসি চওড়া হল সোনা প্রেমীদের। আজ ১ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৭২৩  টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৭ হাজার ২৩০ টাকা। এরই সাথে যোগ হবে জিএসটি। আর সেইসাথে সোনার গয়না কিনলে দিতে হবে মেকিং চার্জ।

Gold Price

কলকাতায় রুপোর দাম কত?

এখন সোনার পাশাপাশি ফ্যাশনে ইন রুপোও। আজকের দিনে কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপোর দাম রয়েছে কিনতে খরচ হবে ৯ হাজার ৪৯০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে মোট খরচ হবে ৯৪ হাজার ৯০০ টাকা।

ad2
Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর