অক্টোবরের প্রথম দিনেই মিলল ঝটকা! লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম, জেনে নিন নতুন দর

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর মাসের প্রথম দিনেই মিলল বড় ধাক্কা। কারণ, ১ অক্টোবর থেকে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম। যার ফলে প্রত্যক্ষভাবে পকেটে টান পড়বে মধ্যবিত্তদের। তবে, জানিয়ে রাখি যে চলতি মাসের প্রথম দিন থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ, ঘরোয়া কাজে ব্যবহৃত ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন ঘটেনি। এদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম ১,৬৯১.৫০ টাকা থেকে বেড়ে ১,৭৪০ টাকা হয়েছে।

দাম বাড়ল বাণিজ্যক LPG সিলিন্ডারের (LPG Cylinder):

দেশের মহানগরগুলিতে দাম: IOCL-এর ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম আজ অর্থাৎ ১ অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে। মুম্বাইতে ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম গত সেপ্টেম্বর মাসে ১,৬০৫ টাকা থেকে বাড়িয়ে ১,৬৪৪ টাকা করা হয়। তারপরে তা আবার বেড়ে হয়েছে ১,৬৯২.৫০ টাকা।

The price of LPG Cylinder increased in the month of October.

এদিকে, এই দাম বৃদ্ধির জেরে কলকাতায় বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder) মূল্য ১,৮০২.৫০ টাকা থেকে বেড়ে ১,৮৫০.৫০ টাকায় পৌঁছে গিয়েছে। এছাড়াও, চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৯০৩ টাকা। যা এখনও পর্যন্ত ১,৮৫৫ টাকা ছিল।

আরও পড়ুন: টাইগারদের খেল খতম! কানপুর টেস্টে বড় জয় ভারতের, তৈরি হল নয়া নজির

জুলাই মাসের পর থেকে দামে ক্রমাগত বৃদ্ধি: চলতি বছরের জুলাই মাসের পর থেকে ১৯ কেজি LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একদিকে, ১ জুলাই তেল বিপণন সংস্থাগুলি LPG দাম কমিয়ে ছিল। যার ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৩০ টাকা কমানো হয়। কিন্তু পরের মাসে অর্থাৎ অগাস্টে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বেড়ে যায়। এরপর সেপ্টেম্বরে, গ্রাহকদের ঝটকা দিয়ে দিল্লিতে এই গ্যাসের দাম সরাসরি ৩৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: আদানির মাস্টারপ্ল্যান! নেওয়া হল বড় পদক্ষেপ, জানলে ঘুরে যাবে মাথা

ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই: একদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ধারাবাহিক পরিবর্তন হচ্ছে, অন্যদিকে তেল বিপণন সংস্থাগুলি দীর্ঘদিন ধরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে। নারী দিবসে বড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকার ১৪ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। এর পরে, ওই LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম ১০০ টাকা কমানো হয়েছে। তারপর থেকে এই সিলিন্ডারগুলির দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর