পেট থেকে উদ্ধার গাঁজার ছিলিম,হতভম্ব চিকিৎসক দল

Published On:
বাংলা হান্ট ডেস্ক: পেট থেকে মোট ৮০ গ্ৰাম ওজনের লোহা বেরিয়েছে।পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজস্থানের এক ব্যক্তি। পেটে ব্যাথার কারণ জানতে এক্সরে করে চক্ষু চড়কগাছ ডাক্তারদের। গাঁজার ছিলিম থেকে শুরু করে চাবি, চেইন, কয়েন নিয়ে মোট ৮০টি ধাতব বস্তু ঢুকে মধ্যবয়সী ওই ব্যক্তির পেটে।
প্রসঙ্গত  সরকারি উদয়পুর হাসপাতালে অপারেশন করা হয় ওই ব্যক্তির। ৯০ মিনিটের অপারেশন মোট ৮০টি ধাতব বস্তু পেট থেকে বেরিয়েছে। ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ বলে জানিয়েছেন ডাক্তাররা। এই সবগুলি তিনি গিলে ফেলতেন বলে জানিয়েছেন।
যা অপরেশন করতে গিয়ে হতভম্ব চিকিৎসক দল।এবং তারা জানিয়েছেন ওই ব্যক্তির অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
X