হাতে মুখে কেক মাখামাখি, এই খুদেই আজ টলিউড কাঁপানো নায়ক! ছোটবেলার ছবিতে চেনা দায়

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার ছবি (Childhood Photo) দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। বর্তমানে সমস্ত তারকাই সোশ্যাল মিডিয়ায় কমবেশি সক্রিয় থাকেন। অনুরাগীদের জন্য ক্যামেরার পেছনে ব্যক্তিগত জীবনের ছবিও শেয়ার করে থাকেন তাঁরা। প্রিয় তারকারা বাস্তবে কেমন, তাঁদের অন্দরমহলে উঁকিঝুঁকি মারার ইচ্ছা তো থাকে সকলেরই। বিশেষ করে প্রিয় অভিনেতা অভিনেত্রীরা, যাঁদের সবসময় পর্দায় দেখা যায়, তাঁদের ছোটবেলায় (Childhood Photo) কেমন দেখতে ছিল সেই ছবি দেখার আগ্রহও অনুরাগীদের মধ্যে থাকে পুরোদমে।

অভিনেতার ছোটবেলার ছবি (Childhood Photo) ভাইরাল

ছোটপর্দা হোক বা বড়পর্দা, বলিউড কিংবা টলিউড, তারকাদের ছোটবেলার ছবি (Childhood Photo) শেয়ার করা অনুরাগীদের বিশেষ পছন্দের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অভিনেতার ছোটবেলার ছবি (Childhood Photo) বেশ ভাইরাল হয়েছে। এমনিতে নেটদুনিয়ায় তেমন সক্রিয় থাকেন না এই অভিনেতা। কিন্তু এদিন ছবিটি শেয়ার করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আরো পড়ুন : ‘সালা কপি করতা হ্যায়’! পরপর ফ্লপ, বিগ বি-ই বলিউডে টিকতে দেননি মুকেশকে!

চিনতে পারলেন নায়ককে

ছবিতে দেখা যাচ্ছে, একজন প্রৌঢ় মানুষের পাশে দাঁড়িয়ে এক ছোট্ট ছেলে। পরনে প্রিন্টেড গেঞ্জি আর প্যান্ট। খুদের হাতে ধরা কেকের টুকরো। ছবি থেকেই স্পষ্ট, কেক খানিকটা দাদুকে খাওয়ানোর পর সে নিজেও খেয়েছে। দেখে কে বলবে এই পুঁচকেই এখন টলিউড কাঁপাচ্ছে। তিনি অভিনেতা আদৃত রায়। আসলে এদিন ছিল আদৃতের দাদাই অর্থাৎ দাদুর জন্মবার্ষিকী। দাদুর খুব কাছের ছিলেন তিনি। একথা আগেও বলতে দেখা গিয়েছে আদৃতকে! এদিন ছোটবেলার ছবি (Childhood Photo) শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘শুভ জন্মদিন দাদাই’।

আরো পড়ুন : ঐশ্বর্য যে ঘরেই যাবে শ্বশুরমশাই মারা যাবে! বৌমাকে নিয়ে বিষ্ফোরক অমিতাভ, হঠাৎ হলটা কী?

ছোটপর্দায় ফিরছেন অভিনেতা

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আগামীতে ‘পাগল প্রেমী’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু জটিলতা দেখা দেওয়ায় আপাতত থমকে ছবির কাজ। আর সেই কারণেই নাকি আবার সিরিয়ালেই ফেরার চিন্তা ভাবনা করছেন আদৃত।

Childhood Photo

সূত্রের খবর বলছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সিরিয়ালে দেখা যাবে আদৃতকে। আবারো জি বাংলাতেই ফিরতে পারেন তিনি। যদিও সিরিয়ালের বিষয়বস্তু, নায়িকা সহ অন্যান্য কোনো তথ্যই এখনো প্রকাশ্যে আসেনি। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন আদৃত নিজেও। তবে তাঁর টেলিভিশনে ফেরার গুঞ্জন খুশির জোয়ার এনেছে তাঁর অনুরাগী মহলে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর