ফের নারদ কান্ডের তদন্ত শুরু করল সিবিআই, তলব ম্যাথু স্যামুয়েলকে

 

বাংলা হান্ট ডেস্ক: নারদ কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে ফের একবার করা হলো তলব। সিবিআই তাঁকে চিঠি দিয়ে জানিয়েছে আগামী ২৪ জুন নিজাম প্যালেসে হাজিরা দিতে। বহুদিন ধরে তেমন কোনো সুরাহা হয়নি নারদকাণ্ডে। তদন্তকারীরা ফের একবার নড়চড়ে বসেছেন লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই।

 

নারদ নিউজের প্রধান সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের তলব করা হলো আবার।

088f1 img 20190619 wa0001

সিবিআইয়ের সূত্রে জানা গেছে, ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছে সাক্ষী হিসাবে। ম্যাথু জানিয়েছেন যথা সময়েই সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন তিনি।

সম্পর্কিত খবর