বৃষ্টিতে প্রায়ই ভিজছে শহর, তবু বর্ষার স্বস্তি এখনই নয় জানাল হাওয়া অফিস

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: সকালর হাঁসফাঁস গরম থেকে সন্ধ্যে নামতেই মুক্তি পাওয়া যাচ্ছে দুদিন যাবৎ।সন্ধ্যা নামতেই গত দুদিন স্বস্তির মুখ কলকাতাবাসীর।কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলী ও উত্তর ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পগরনা, হাওড়া এবং হুগলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে বিকেলেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেইসঙ্গে ঘণ্টার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে হাওয়া অফিস ইঙ্গিত দিয়েছিল।

বিকেল থেকে শহরের বিভিন্ন স্থানে মেঘে আকাশ কালো হতে শুরু করে। সন্ধ্যা নামতে না নামতেই শুরু হয়েছে বৃষ্টি। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া।তবে পুরোপুরি গরম থেকে এখনই স্বস্তি মিলছেনা।দক্ষিণবঙ্গে এখনও আসেনি বর্ষা।

X