বাংলা হান্ট ডেস্কঃ বিপাকে বিনীত গোয়েল (Vineet Goyal)! আর জি কর (RG Kar) হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনের বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি নিয়ে কোনওরকম বাধা নেই বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। আগামী সোমবার হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে।
কি জানা গেল হাইকোর্ট তরফে? (Calcutta High Court)
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিস দেওয়ার নির্দেশ দেন। এদিন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেটমালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানান। আইনজীবী আরও বলেন, উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে কোনও বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিনীতের বিরুদ্ধে অভিযোগ, সিপি থাকাকালীন আরজি করের নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত গোয়েল। এই আইনবিরুদ্ধ কাজের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল।
এর আগে হাইকোর্টে মামলা উঠলে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল, সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল! সিপি থেকে এখন তো উনি এডিজি পদে চলে গেছেন!” পালটা বিনীতের আইনজীবী বলেছিলেন, ‘ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তাই এখন এই আবেদনের আর কোনও গুরুত্ব নেই।”
আরও পড়ুন: পুজোর আবহে লক্ষ্মীলাভ! অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ২৮,২০৮ টাকা? মালামাল হবেন এই সরকারি কর্মীরা
দু’পক্ষের বক্তব্যের শুনে সেই সময় শুনানিতে কোনও মন্তব্য করেননি প্রধান বিচারপতি। যেহেতু আরজি কর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিমকোর্টে বিচারাধীন তাই জুডিশিয়াল প্রটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে মূল মামলার শুনানির পর হাইকোর্টে এই মামলা চলায় আলাদা করে কোনও আইনি বাধা নেই বলে আদালতে জানিয়েছিলেন আইনজীবী মহেশ জেঠমালানি।