বাংলাহান্ট ডেস্ক : পাসপোর্ট (Passport) তৈরি করার জন্য প্রয়োজন হবে না পাসপোর্ট অফিসে যাওয়ার। ঘরে বসেই পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় পরিষেবা মিলবে। সাধারণ মানুষের হয়রানি দূর করতে অভিনব মোবাইল ভ্যান পরিষেবা শুরু হল উত্তরাখণ্ডে। বাড়িতে বসেই তৈরি করা যাবে পাসপোর্ট (Passport)। সেই উদ্দেশ্যে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে চালু হল বিশেষ মোবাইল ভ্যান।
পাসপোর্ট (Passport) নিয়ে নয়া আপডেট
দেরাদুনের পাসপোর্ট অফিস উত্তরাখণ্ডের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের সুবিধার্থে এই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের পাসপোর্ট (Passport) তৈরির জন্য আসতে হবে না শহরে। এই বিশেষ মোবাইল ভ্যান মানুষের বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে পাসপোর্ট তৈরি করার পরিষেবা দেবে। সাধারণ মানুষ এই মোবাইল ভ্যানের মাধ্যমেই পাসপোর্টের আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : ‘সোমবারই..,’ সিপি পদ গিয়েও শান্তি নেই! বিনীত গোয়েলের মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের
আঞ্চলিকভাবে এই পরিষেবা শুরু হওয়ায় মনে করা হচ্ছে দেরাদুন পাসপোর্ট অফিসের উপর অনেকটাই চাপ কমতে চলেছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদেরেও বড় সুবিধা হবে এই উদ্যোগের ফলে। পরীক্ষামূলকভাবে এই মোবাইল ভ্যান পরিষেবা চালু করা হয়েছে গত ৩০ সেপ্টেম্বর থেকে। আঞ্চলিক পাসপোর্ট অফিসার বিজয় শঙ্কর পান্ডে জানান, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছেন দেরাদুনের পাসপোর্ট অফিসে আসতে গিয়ে।
প্রতিদিন এই ভ্যানের মাধ্যমে দেওয়া হবে পাঁচটি অ্যাপোয়েন্টমেন্ট। এই মোবাইল ভ্যান আবেদনকারীর বাড়ি গিয়ে পাসপোর্টের আবেদন সংক্রান্ত যাবতীয় কাজ করে দেবে। এক অফিসার জানান, এই ভ্যানে লাগানো হয়েছে একটি বায়োমেট্রিক্স ক্যাপচারিং ডিভাইস। আবেদনকারীর তথ্য যাচাইও হবে এই ভ্যানের মাধ্যমে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ভ্যান।