একটানা ১৬ দিন! বন্ধ থাকবে নবান্নের সব কাজ! কেসটা কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : হাতেগোনা আর কয়েকটা দিন। তারপর ঢাকে পড়ে যাবে কাঠি। শুরু হয়ে যাবে দুর্গোৎসব। তবে ঢাকে কাঠি পড়ার আগেই মুখে হাসি ফুটে গেল রাজ্য সরকারি (State Government) কর্মচারীদের (Employees)। আজ থেকেই শুরু হয়ে গেল পুজোর ছুটি। গতকাল অর্থাৎ ৫ই অক্টোবর ছিল শনিবার। আজ রবিবার। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি।

রাজ্য সরকারের (State Government) নয়া আপডেট

তারপর সোমবার অর্থাৎ ৭ই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি। এই ছুটি চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। তাই বলা যেতেই পারে একটানা ১৬ দিন পূজোর ছুটির উপভোগ করতে চলেছেন রাজ্য সরকারি (State Government) কর্মচারীরা। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বেতন ও বোনাস। তারসাথে আজ থেকে শুরু হয়ে গেল পুজোর ছুটি।

State Government employees

সবমিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এখন উৎসবের আবহ। গতকাল অর্থাৎ শুক্রবার অফিসের পর শুরু হয়ে গিয়েছে পুজোর ছুটি। একটানা ১৬ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি প্রতিষ্ঠান। দুই সপ্তাহেরও বেশি একটানা ছুটি পেয়ে গেলেন রাজ্য সরকারি (State Government) কর্মচারীরা। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ছিল মহালয়া। তাই মহালয়ার ছুটি নষ্ট হয়েছে। সেই নিয়ে কিছুটা হলেও আক্ষেপ ছিল কর্মচারীদের মনে।

আরোও পড়ুন : আপনাকে কি কেউ গোপনে ভালোবাসে! এই ৫ লক্ষণই ফাঁস করবে সিক্রেট

তবে পুজোয় একটানা ১৬ দিন ছুটি পেয়ে সেই আক্ষেপ অনেকেই ভুলে গিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শেষ হচ্ছে ২০ অক্টোবর। সেদিন রবিবার। ১৬ দিন ছুটি থাকার পর পুনরায় ২১ তারিখ অর্থাৎ সোমবার খুলবে সরকারি দপ্তর। এই ১৬ দিন বন্ধ থাকবে নবান্ন। মুখ্যসচিবসহ অন্যান্য আমলারা হয়ত দু-এক দিনের জন্য আসতে পারেন। নয়ত বাকি দিনগুলি বন্ধই থাকবে নবান্নের (Nabanna) কাজ।

Nabanna Government of West Bengal

পুজোয় একটানা ১৬ দিন ছুটি থাকার পর আবার কালীপুজো উপলক্ষে ৩১ অক্টোবর রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন ছুটি। যদিও পুলিশ সহ অন্যান্য জরুরি পরিষেবা প্রদানকারীদের ছুটি থাকে না এই সময়টাতে। উৎসবের মরশুমে সবাই যখন পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দে ব্যস্ত, তখন জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা নিজেদের কর্তব্যে অবিচল থাকেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর