কেন্দ্রীয় সরকারের নয়া পদক্ষেপ! ভবিষ্যত পাবে ইলেকট্রিক গাড়ি

 

বাংলা হান্ট ডেস্ক : দেশে ইলেক্ট্রিক গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার বাড়ানোর জন্যে সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে প্রস্তাব রাখা হয়েছে যাতে এই দুই ধরনের গাড়ির রেজিস্ট্রেশন ফি মুকুব করা হয়। পরিবেশ রক্ষার দিকে এ এক নয়া পদক্ষেপ ভারত সরকারের।দুই, তিন এবং চার চাকার কোনও ইলেক্ট্রিক অথবা ব্যাটারি চালিত গাড়ির নতুন অথবা রিনিউয়ালের সময়ে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

 

প্রসঙ্গত বুধবার সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ব্যাটারি চালিত এবং ইলেক্ট্রিক গাড়ির ব্যবহারে দেশের মানুষকে আরও উত্‍সাহিত করতেই সড়ক ও পরিবহণ মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।’

4c349 img 20190620 wa0009

তবে এর জন্যে কেন্দ্রীয় মোটর ভেইকলসের নিয়মে বেশ কিছু রদবদল করতে হবে। স্টেকহোল্ডারদের মত জানার জন্য়ে একটি খসড়াও তৈরি করেছে মন্ত্রক। বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভরতা এবং বায়ু দূষণ কমানো লক্ষ্যে এই পদক্ষেপ ভারত সরকারের। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থানও।

সম্পর্কিত খবর