এমনভাবে পড়াশোনা করা যায় তাহলে! তাক লাগানো ফল কিশোরীর

 

বাংলা হান্ট ডেস্ক : কিশোরী স্তুতিখান্ডওয়ালা বিরলতম প্রতিভা।একের পর এক সাফল্যের দৌলতে দৌলতে সবাইকে তাজ্জব করে দিয়েছেন সুরাতের কিশোরী স্তুতি।JEE (মেইন), NEET এবং এইমসের MBBS টেস্ট-সহ ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা সসম্মানে উতরে গিয়েছেন স্তুতি। এখানেই শেষ নয়, সুরাতের এই কিশোরীকে ভর্তির জন্য আমন্ত্রণ জানিয়েছে ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

 

প্রসঙ্গত জানা যায় চলতি বছরে অনুষ্ঠিত JEE (মেইন), NEET, JIPMER-এর MBBS এনট্রান্স টেস্ট এবং AIIMS-এর MBBS এনট্রান্স টেস্টে সফল হয়েছেন শ্রুতি। NEET-এ শ্রুতির সর্বভারতীয় র‌্যাংকিং ৭১। এছাড়া JIPMER-এর MBBS এনট্রান্স টেস্টে সর্বভারতীয় স্তরে র‌্যাংকিং ২৭ করেন। আর AIIMS-এর MBBS প্রবেশিকা পরীক্ষায় দশম হয়েছিলেন তিনি। সিবিএসসি-র ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষায় সায়েন্সে ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছেন স্তুতি।

c0747 img 20190620 wa0011

সম্প্রতি MIT-তে বায়ো-ইঞ্জিনিয়ারিঙে গবেষণা করবেন স্তুতি খান্ডওয়ালা। তাঁর পড়াশোনা খরচের ৯০ শতাংশ বহন করবে MIT।তার জীবনের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা।

সম্পর্কিত খবর