পাহাড়ের কোলেই লুকোনো জঙ্গল!ভেসে আসে বাঘের ডাক! পুজোয় একবার হলেও পা রাখুন এই জায়গায়

বাংলাহান্ট ডেস্ক : পুজোর কয়েকটা দিন শহরের কোলাহল থেকে দূরে নির্জনতার সাথে ছুটি কাটাতে চাইছেন? তাহলে এবারের পুজোয় আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে ছত্তিশগড়ের (Chhattisgarh) আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য। জঙ্গলের কথা মাথায় আসলেই আমাদের চোখে ভেসে ওঠে ডুয়ার্সের চিত্র।

ছত্তিশগড়ের (Chhattisgarh) আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্য

তবে অনেকেই রয়েছেন বহুবার উত্তরবঙ্গ বা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। তাই এবারের ছুটিতে  (Holiday) কিছুটা স্বাদ বদল করতে আপনারা প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটাতে চলে যেতে পারেন ছত্তিশগড়ের (Chhattisgarh) আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্যে। এখানে পর্যটকদের ভিড় খুব একটা দেখা যায় না।

Chhattisgarh

তাই যারা নিরিবিলি পছন্দ করেন তারা এখানে বেশ আনন্দে কয়েকটা দিন ছুটি কাটাতে পারেন। এই জঙ্গলে রয়েছে বাঘ, হায়নার মতো হিংস্র প্রাণী। পাহাড়ের কোলে অবস্থিত ছত্তিশগড়ের এই জঙ্গল। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসুর থেকে এই জায়গাটি খুবই কাছে। অম্বিকাপুর হয়ে পৌঁছে যাওয়া যায় এখানে। শ্যোণ নদী এবং নর্মদা নদীর দেখা মিলবে এই জায়গায়।

আরোও পড়ুন : ঈশানকে শেখাচ্ছেন মা দুগ্গার মাহাত্ম্য, ধর্মীয় চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে পুজোর প্ল্যান জানালেন নুসরত

আপনারা চাইলে পিনড্রা রোড হয়েও এখানে আসতে পারেন। জঙ্গলের চেকপোস্ট পার করলেই মনে হবে ঢুকে পড়েছেন এক নতুন জগতে। আপনাকে স্বাগত জানাবে বড় বড় শাল-সেগুনের জঙ্গল। পর্যটকদের থাকার জন্য রয়েছে বনদপ্তরের জায়গা। এই জঙ্গল এতটাই বড় যে সব জায়গা ঘুরে দেখা সম্ভব নয়। জঙ্গলে সফর করতে করতে ভেসে আসতে পারে বাঘের গর্জন।

02

গা ছমছমে জংলি পরিবেশের মধ্যে সাক্ষী থাকবেন এক অনন্য অভিজ্ঞতার। এই জঙ্গলে ঘুরতে যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। বর্ষার সময় এই জঙ্গল এক অনন্য রূপ ধারণ করে। তবে গরমকাল ও বর্ষাকাল এড়িয়ে চলাই ভালো। তাই বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে যদি এই পুজোয় রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চান, তাহলে বেরিয়ে পড়ুন ছত্তিশগড়ের আচনাকমার বন্যপ্রাণী অভয়ারণ্যের উদ্দেশ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর