বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে ব্যাপক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যা গত বছর খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর সম্প্রতি কিছুটা উন্নতি হয়েছে। উল্লেখ্য যে, মুইজ্জু ৪ দিনের সফরে গত রবিবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছেছেন। কয়েক মাস আগেও মুইজ্জু মলদ্বীপে “ইন্ডিয়া আউট” প্রচার চালান। তবে, তিনি ভারতে পৌঁছনোর সাথে সাথেই ইউ-টার্ন নেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুইজ্জু বলেছেন যে ভারতের সাথে মলদ্বীপের সম্পর্ক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে স্থাপিত রয়েছে। তিনি বলেছেন যে ভারত বাণিজ্য ও উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম ছিল এবং থাকবে। তিনি আরও বলেন, প্রতিবেশী ও বন্ধুদের প্রতি শ্রদ্ধা আমাদের DNA-তে রয়েছে।
ভারতে এসেই সুর নরম মুইজ্জুর (Mohamed Muizzu):
এর পাশাপাশি প্রেসিডেন্ট মুইজ্জু (Mohamed Muizzu) ভারতীয় পর্যটকদেরও তাঁর দেশে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “ভারতীয়রা সবসময় ইতিবাচক অবদান রাখেন। আমরা আমাদের দেশে ভারতীয় পর্যটকদের স্বাগত জানাই।” এদিকে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “X”-এ লিখেছেন, “ভারত ও মলদ্বীপের মধ্যে বিশেষ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদ হাউসে মলদ্বীপের রাষ্ট্রপতি এম এম মুইজ্জুকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। ভারত ও মলদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।”
এর আগে রাষ্ট্রপতি ভবনে মুইজ্জুকে (Mohamed Muizzu) আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদীও। ভারতের তিন সেনাবাহিনীই মুইজ্জুকে গার্ড অব অনার দেয়। এরপর তিনি নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য হার্দিক! ভেঙে দিলেন কোহলির দুর্ধর্ষ রেকর্ড, গড়লেন “বিরাট” নজির
মুইজ্জু মলদ্বীপে “ইন্ডিয়া আউট” ক্যাম্পেইন শুরু করেন: জানিয়ে রাখি যে, মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু (Mohamed Muizzu) তাঁর স্ত্রী সাজিদা মোহাম্মদ এবং তাঁর দেশের প্রতিনিধিদলের সাথে রবিবার সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন। গত বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটিই মুইজ্জুর ভারতে প্রথম রাষ্ট্রীয় সফর। তবে, গত জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুইজ্জু। এদিকে, গত বছরের নভেম্বরে “চিনপন্থী” মুইজ্জু মলদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ভারত ও মলদ্বীপের মধ্যে সম্পর্ক গুরুতর চাপে পড়েছিল। “ইন্ডিয়া আউট” ক্যাম্পেইন শুরু করে গত বছর রাষ্ট্রপতি নির্বাচনে জিতেছিলেন মুইজ্জু। শুধু তাই নয়, চলতি বছরেই তিনি নয়াদিল্লিকে গত মে মাসের মধ্যে দ্বীপরাষ্ট্রে মোতায়েন করা সামরিক কর্মীদের প্রত্যাহার করতে বলেছিলেন।
আরও পড়ুন: উৎসবের মরশুমে ১০,০০০ কোটি টাকার কেনাকাটা করবেন আদানি, এই কোম্পানির ওপর দিলেন নজর
মুইজ্জু তাঁর ভারত-বিরোধী অবস্থান থেকে সুর পাল্টেছেন: কয়েক মাস আগে মলদ্বীপের একাধিক মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করলে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। তবে, বর্তমান সময়ে মুইজ্জু তাঁর।ভারত বিরোধী অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন। পাশাপাশি, মোদীর সমালোচনাকারী মন্ত্রীদেরও বরখাস্ত করা হয়। সাম্প্রতিক কালে মারাত্মক অর্থনৈতিক মন্দায় ভুগছে মালদ্বীপ। এমন পরিস্থিতিতে, ভারত সদিচ্ছা দেখিয়ে মলদ্বীপ সরকারের বিশেষ অনুরোধে, ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সরকারি বন্ড আরও এক বছরের জন্য বাড়িয়েছে এবং দ্বীপরাষ্ট্রটিকে গুরুত্বপূর্ণ বাজেট সহায়তা প্রদান করেছে। এদিকে, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর গত রবিবার দ্বিপাক্ষিক সফরে ভারতে আসা মুইজ্জুর (Mohamed Muizzu) সাথে দেখা করেছিলেন। তিনি আস্থা প্রকাশ করে জানিয়েছেন যে, “মলদ্বীপের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি দেবে।”