পঞ্চমীতে বৃষ্টি! কোন কোন জেলা ভিজবে? কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক: আজ মহা পঞ্চমী। বাঙালির দুর্গা পুজো শুরু। ওদিকে গত কয়েকদিন ধরে বেশ জ্বালাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কখনও ঝেঁপে বৃষ্টি কখনও উঁকি দিচ্ছে রোদ। মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার মুড সুইং। পুজোয় আবহাওয়া কেমন থাকবে সেটাই এখন সকলের কাছে চিন্তা হয়ে দাঁড়িয়েছে। আজ পঞ্চমীতে কি ফের ভারী বৃষ্টি? নাকি নির্বিঘ্নে হবে ঘোরাঘুরি? কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট।

চতুর্থীর দিনই ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, পুজোর ক’টা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া (Weather Update) প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরেই বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার পঞ্চমীর দিন দিনভর আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ১৩ অক্টোবর পর্যন্ত (South Bengal Weather)। তবে অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টি কোথাও হবে না। মোটের উপর ভালোই কাটবে পুজো।

এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শহরে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি নেই।

South Bengal weather rainfall alert before Durga Puja weekend North Bengal Kolkata West Bengal weather update

আরও পড়ুন:কাশফুলকে ইংরেজিতে কি বলে? ৯৯ শতাংশ ব্যক্তির কাছে নেই এই উত্তর, পুজোর মরশুমে এখনই নিন জেনে

পঞ্চমী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও (North Bengal Weather)। উত্তরবঙ্গের কোনও জেলাতেই সতর্কতাও জারি করা হয়নি। তবে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গের সব জেলার সব অংশে বৃষ্টি হবে না।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর