দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, রাচির অনুষ্ঠানে মোদি

 

বাংলা হান্ট ডেস্ক: আজ আন্তর্জাতিক যোগ দিবস। গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতেও পালিত হচ্ছে এই দিনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকছেন রাঁচির আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে। হরিয়ানার রোহতকের অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থাকবেন দিল্লির যোগ দিবসের অনুষ্ঠানে।

 

প্রধানমন্ত্রী গতরাতেই রাঁচি পৌঁছে গেছেন যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। 40 হাজারের বেশি মানুষ অংশ নেবেন এই অনুষ্ঠানে। ভোর তিনটে থেকেই খুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানস্থানের প্রবেশপথ। গতরাত থেকেই বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেছে রাঁচিতে।

a142a img 20190621 wa0004

2014 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয় 21 জুন তারিখটিকে। তারপর থেকে প্রতি বছর ভারত সহ গোটা বিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে নানা অনুষ্ঠানের মাধ‍্যমে।

সম্পর্কিত খবর