পঞ্চমীতেই এল সুখবর, এক লাফে সস্তা হল সোনা! কলকাতায় রেট কত?

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চমীতেই হাসি ফুটলো সোনা প্রেমীদের মুখে। একলাফে অনেকটাই কমল সোনার দাম (Gold Price)। এমনিতে প্রায় সারা বছরই সোনার চাহিদা থাকে তুঙ্গে। প্রতি বছরের মতো এই বছরেও নিজের নিয়মে এসেছে দুর্গাপুজো। আজ পঞ্চমী। চারদিকে উৎসবের মেজাজ। তাই পুজোয় সাজতে কিংবা ভবিষ্যতের কথা ভেবেও কেউ যদি সোনা কেনার  পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই আদর্শ সময়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম (Gold Price) কত?

সস্তায় সোনা কিনতে চাইলে এই শারদ উৎসবেই বাড়ি নিয়ে আসুন ১৮ ক্যারেট সোনা। আজকের দিনে কলকাতায় ১৮ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০৯ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার দাম (Gold Price) পড়বে মোট ৫৮ হাজার ৯০ টাকা।

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?

শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো। আর আজ পঞ্চমী। আজকের দিনে অর্থাৎ মঙ্গলবার ৮ অক্টোবর কলকাতায় ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৭ হাজার ১০০টাকা। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম পড়বে মোট ৭১ হাজার টাকা।

কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?

পুজোতেই হাসি চওড়া হল সোনা প্রেমীদের। আজ অর্থাৎ মঙ্গলবার ৮ অক্টোবর কেউ যদি একেবারে খাঁটি সোনা কিনতে চান সেক্ষেত্রে কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৭ হাজার ৭৪৫ টাকা। যার ফলে আজকের দিনে কলকাতায় ১ ভরি অর্থাৎ ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৪৫০ টাকা।

আরও পড়ুন : মা নামের কলঙ্ক! নিজের মেয়ের বিয়ে ভাঙতে এবার পিকলুকে কিডন্যাপ করাল কৃষ্ণা

২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?

অনেকেই হয়তো জানেন না ২২ এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্যটা ঠিক কী? বিশেষজ্ঞদের দাবি ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। অর্থাৎ ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রুপো, দস্তা মিশিয়ে গয়না তৈরি করা হয়। তবে এখানে বলে রাখি ২৪ ক্যারেটের সোনা দিয়ে কোন গয়না তৈরি করা যায় না। তাই অধিকাংশ বিক্রেতারাই ২২ ক্যারেটের সোনা বিক্রি করেন।

Gold Price

আজ কলকাতায় রুপোর দাম কত?

পুজোয় সোনার পাশাপাশি অনেকেই রুপোর গয়না করে পরিকল্পনা করেছেন। তাই যদি পঞ্চমীতেও কারও রুপো কেনার পরিকল্পনা থাকে তাহলে এখনই দেখে নিন রুপোর দাম। জানা যাচ্ছে আজকের দিনে কলকাতায় ১০ গ্রাম ওজনের রুপোর দাম ৯৬৯ টাকা। এক্ষেত্রে ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে ৯ হাজার ৬৯০ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর