বাংলাদেশ থেকে ভারতে গরু পাচার! বিএসএফের গুলিতে নিহত পাচারকারী

 

বাংলা হান্ট ডেস্ক: বিএসএফ-এর গুলিতে নিহত হলো গরু পাচারকারী। মালদার বৈষ্ণবনগরের শোভাপুরে ঘটেছে ঘটনাটি। মৃতের নাম মানারুল ইসলাম। ভারত-বাংলাদেশের সীমান্তে অবস্থিত শোভাপুর। এদিন ভোর রাতে পাচারকারীরা গরু পাচারের চেষ্টা করে এই শোভাপুর সীমান্ত দিয়েই। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখে পড়ে এই ঘটনা। বিএসএফ গুলি চালায় তৎক্ষণাৎ। গুলি খাওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় মানারুল ইসলাম নামে ওই পাচারকারীর। জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা গ্রামে তার বাড়ি।

 

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে এদেশে পাচার হয়ে আসা গরুর সংখ্যার চেয়েও, এদেশ থেকে ওদেশে গরু পাচার বেশি পরিমাণে হয়।

596c5 img 20190621 wa0020

বহু পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এই গরু পাচার এখনো সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয়নি। বিএসএফ-এর কর্তাব্যক্তিরা জানিয়েছেন পুরোপুরি ভাবে বন্ধ করা সম্ভবও নয় এই গরু পাচার।

সম্পর্কিত খবর