আরেব্বাস! এত্ত ছাড়! দীপাবলির আগে অফারের বন্যা Flipkart’য়ে, অবিশ্বাস্য দামে কিনুন যা খুশি…

বাংলাহান্ট ডেস্ক : ফ্লিপকার্টে (Flipkart) ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’। এই সেল যারা মিস করে গিয়েছেন তাদের জন্য আকর্ষণীয় অফারে কেনাকাটার সুযোগ করে দিতে ৯ অক্টোবর থেকে ফ্লিপকার্টে শুরু হয়েছে  ‘বিগ শপিং উৎসব’। আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত গ্রাহকরা  ‘বিগ শপিং উৎসব’ এর অধীনে আকর্ষণীয় সস্তায় কেনাকাটা করতে পারবেন।

বিশেষ অফার ফ্লিপকার্টের (Flipkart)

‘বিগ শপিং উৎসব’ সেলে ফ্লিপকার্ট (Flipkart) প্রায় সমস্ত পণ্যের উপর ঘোষণা করেছে ব্যাপক ছাড়ের। পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে মিলছে অতিরিক্ত সুবিধা। অক্টোবর মাস মানেই গোটা দেশজুড়ে উৎসবের আমেজ। দুর্গাপুজোর আগে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ সেল’ মন জয় করে নিয়েছে গ্রাহকদের। সামনেই রয়েছে দীপাবলি।

flipkart penalty

আলোর উৎসবের আগে তাই ভারতের অন্যতম বিখ্যাত ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট নিয়ে এল ‘বিগ শপিং উৎসব’। ফ্লিপকার্ট (Flipkart) জানিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে ১০% ছাড়। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের গ্রাহকরা পেয়ে যাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক।

আরোও পড়ুন : বাংলাদেশে অনাসৃষ্টি! চুরি গেলো যশোরেশ্বরী কালীর সোনার মুকুট! যা উপহার দিয়েছিলেন স্বয়ং মোদি!

পাশাপাশি যোগ্য ব্যবহারকারীদের জন্য Flipkart পে-লেটার দিচ্ছে ১ লক্ষ টাকা পর্যন্ত ফাইন্যান্সের সুবিধা ও নো-কস্ট ইএমআই। আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23, গ্যালাক্সি S24+, আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, নাথিং ফোন ২এ, গুগল পিক্সেল ৮, এবং মটোরোলা G85 5G-এ।

আরোও পড়ুন : ট্রেনে জানলার ধারেই সিট চাই? চিন্তা নেই! এবার ঘরে বসেই মিলবে মনের মত আসন বেছে নেওয়ার সুযোগ

বিগ শপিং উৎসব সেলে আকর্ষণীয় ছাড়ে মিলছে অ্যাপল, ভিভো, স্যামসং, মটোরোলা ইত্যাদি সংস্থার স্মার্টফোন। মাত্র ১২,৪৯৯ টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন CMF ফোন ১ (৬জিবি + ১২৮জিবি স্টোরেজ)। অফারে ১১,৮৪৪ টাকায় মিলছে Oppo K12x 5G। স্মার্টফোনের পাশাপাশি টিভি, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যেও মিলছে মোটা ছাড়।

IMG 20241011 162519

ফ্লিপকার্ট দাবি করেছে, স্মার্ট ওয়াচ, ইয়ার বার্ডস ও সাউন্ড সিস্টেমে থাকছে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলছে ফ্লিপকার্টের নিজস্ব Marq ব্র্যান্ডের প্রোডাক্টে। ১৯,৯৯৯ টাকায় থাকছে Marq ব্র্যান্ডের এসি কেনার সুযোগ। ৬২৯০ টাকা থেকে শুরু হচ্ছে ওয়াশিং মেশিনের দাম। ৮৪৯০ টাকায় পেয়ে যাবেন ভালো মানের রেফ্রিজারেটর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর