বাংলা হান্ট ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো (Durga Puja)। প্রতিবছর পুজোর ক’টা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন সকলেই। সেই রেশ স্পষ্ট ভাবে পরিলক্ষিত হয় প্রবাসী বাঙালিদের মধ্যেও। এমতাবস্থায়, প্রতিবছরের মতো এবারও মহা সমারোহে উমার আরাধনা সম্পন্ন হল ওয়াশিংটন কালী মন্দিরে। কলকাতা থেকে ৩০ হাজার মাইল দূরে অবস্থিত হলেও পুজোর আয়োজন এবং উপাচারে ছিল না কোনও খামতি। এবারে ওয়াশিংটন কালী মন্দিরের পুজো পড়ল ২৩ বছরে।
সুদূর ওয়াশিংটনে জমে উঠল পুজো (Durga Puja):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওয়াশিংটন ডিসি থেকে মাত্র ১৬ মিনিট দূরে অবস্থিত মেরিল্যান্ডে রয়েছে এই কালী মন্দির। যেখানে মা কালী ছাড়াও রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, পঞ্চমুখী হনুমান, পশুপতিনাথের শিবলিঙ্গ, বালাজি, সাঁইবাবা, জগন্নাথ দেব, মা দুর্গা, জগদ্ধাত্রী, রাধা কৃষ্ণ, রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দের মূর্তি। প্রায় ৯ একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই মন্দিরটি। উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গের প্রচুর প্রবাসী ওই মন্দিরে প্রার্থনার জন্য উপস্থিত হন। এমতাবস্থায়, এই মন্দির শিবশক্তি মন্দির (টেম্পল ফর এভরিওয়ান) হিসেবেও পরিচিত।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমেরিকার বিভিন্ন প্রান্তে যেখানে বাইরে থেকে প্রতিমা নিয়ে আসা হয় কিন্তু এখানে বিষয়টি হয় অন্যরকম। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী দুর্গার কষ্টি পাথরের তৈরি বিগ্রহতেই সম্পন্ন হয় পুজো। এছাড়াও, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে মূলত শনি এবং রবিবার এই পুজো সম্পন্ন হয়। সেক্ষেত্রে স্কুলগুলিকে ভাড়া নিয়ে দুর্গাপুজো করা হয়। কিন্তু ওয়াশিংটন কালী মন্দির এক্ষেত্রে ব্যতিক্রমী। বরং এখানে পুজো করা হয় বেণীমাধব শীলের ফুল পঞ্জিকার ওয়াশিংটন ডিসির সংস্করণের ওপর ভর করে।
এমতাবস্থায়, চলতি বছরেও জমজমাট হয়ে ওঠে ওয়াশিংটন কালী মন্দিরের দুর্গাপুজো (Durga Puja)। এই মন্দিরের কোষাধ্যক্ষ নিলয় চ্যাটার্জি জানিয়েছেন, অষ্টমীর দিন প্রায় আড়াই হাজার জনকে বিনামূল্যে ভোগ নিবেদন করা হয়। উল্লেখ্য যে, একদম ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে এই ভোগ নিবেদনের ব্যবস্থা থাকে।
এই ভাবেই বিগত ২৩ বছর ধরে ধারাবাহিকভাবে ওয়াশিংটন কালী মন্দিরের দুর্গাপুজো (Durga Puja) ওই এলাকার প্রবাসী বাঙালিদের কাছে এক “ইমোশন” হয়ে রয়েছে। শুধু তাই নয়, কুমারী পুজো থেকে শুরু করে সন্ধিপুজোর মতো বিষয়গুলি প্রত্যক্ষ করার জন্য ভিড় জমান বিপুল মানুষ। ওয়াশিংটনের পাশের রাজ্য ডেলাওয়ার থেকে শুরু করে ভার্জিনিয়া এবং পেন্সিলভেনিয়ার মত রাজ্যগুলি থেকেও প্রবাসী বাঙালিরা এসে উপস্থিত হন সেখানে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…